কলকাতা, 20 জানুয়ারি: নতুন বছরের শুরুতেই প্রয়াত হন জনপ্রিয় পরিচালক অঞ্জন চৌধুরীর পুত্র তথা চিত্রনাট্যকার, পরিচালক সন্দীপ চৌধুরী ৷ বাবার মতোই ছবির জগতে ছিল তাঁর অবাধ বিচরণ। তবে, বাংলা ধারাবাহিকে উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন সন্দীপ । একাধিক ধারাবাহিক পরিচালনার কাজ সামলেছেন তাঁর কর্মজীবনে । তাঁর ধারালো চিত্রনাট্যের দৌলতে জনপ্রিয় হয়ে টি আর পি হাঁকিয়েছে বহু ধারাবাহিক । আজ তারার আকাশে পাড়ি দিয়েছেন তিনি (Sandip Chowdhury Death)৷ আর দেউলিয়া হয়ে গিয়েছে 'ফেরারি মন'। তাঁকে ছাড়া 'ফেরারি মন' ধারাবাহিক আজ এক প্রকার অভিভাবকহীন (Ferari Mon Actors on Sandip Chowdhury )।
সংশ্লিষ্ট চ্যানেলের টপার এই ধারাবাহিক । মানে ক্লাসের ফার্স্ট বয় বলা চলে ৷ সন্দীপকে ছাড়া চিত্রনাট্য কোথাও একটা ধাক্কা খেলেও তা সামলে নেওয়ার চেষ্টা আপ্রাণ জানিয়েছেন ধারাবাহিকের ময়না অর্থাৎ পিঙ্কি বন্দ্যোপাধ্যায় । তার মেয়ে চন্দনার সঙ্গেই ধারাবাহিকের নায়ক অগ্নির (বিপুল পাত্র) বিয়ে হওয়ার কথা । বিপুলের কথায়, "সন্দীপদার অনেককিছু দেওয়ার বাকি ছিল । আমাদের আরও অনেককিছু পাওয়ার বাকি ছিল । এত ভাল একজন মানুষ ছিলেন যার বিষয়ে যতই বলি কম বলা হবে (Team Ferari Mon on Sandip Chowdhury )।"