হায়দরাবাদ, 14 জুন: কিং খানের ফ্যানেরা তাঁকে দেখলে কীভাবে লাগাম ছাড়া ভালোবাসা উজার করে দেন তা বোধহয় আলাদা করে না বললেও চলে ৷ ফের একবার সামনে এল এমনই এক দৃষ্টান্ত ৷ মঙ্গলবার বলিউডের বেতাজ বাদশাহ শাহরুখ খান ছিলেন দুবাইয়ে ৷ একটি রিয়েল এস্টেট কোম্পানির প্রোমোশনাল ইভেন্টে এদিন দেখা যায় কিং খানকে ৷ সবকিছু ঠিক ঠাকই চলছিল কিন্তু এরই মাঝে অতি উৎসাহী হয়ে শাহরুখকে চুম্বন করে বসেন ৷ সোশাল মিডিয়ায় ঘুরে বেড়ানো একটি ভিডিয়োতে দেখা গিয়েছে এমনই দৃশ্য ৷
ভিডিয়োতে শাহরুখ এবং তাঁর ম্যানেজার পূজা দাদলানিকে ব্যাকস্টেজের দিকে যেতে দেখা যায় ৷ তার মাঝেই একজন অনুরাগী তাঁর দিকে এগিয়ে আসেন ৷ শাহরুখকে জড়িয়েও ধরেন তিনি ৷ শাহরুখ নিজের মতো করেই ফ্যানেদের সঙ্গে আলাপ সারছিলেন ৷ কিন্তু এরপরেই ঘটে যায় একটি অপ্রত্যাশিত ঘটনা ৷ কালো পোশাক পরিহিত এক অনুরাগীনি কিং খানের কাছে এগিয়ে আসেন আর তারপর অভিনেতার দিকে প্রশ্ন ছুঁড়ে দেন 'আমি কী আপনাকে একটা চুমু খেতে পারি?' তবে উত্তর দেওয়ার আগেই সেই নারী শাহরুখের গালে একটি চুম্বন এঁকে দেন ৷