হায়দরাবাদ, 11 জানুয়ারি: বলিউড তারকাদের পর এবার মলদ্বীপ বয়কটের ডাক ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ সংস্থার ৷ বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে মলদ্বীপে শুধু বেড়াত যাওয়া নয়, সমস্ত রকম শুটিং বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে প্রযোজকদের ৷
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "সম্প্রতি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির প্রতি মলদ্বীপের তিন মন্ত্রীর অপমানজনক মন্তব্য মেনে নেওয়া যায় না ৷ বিনোদন ও সংবাদ দুনিয়ার ফেডারেল বডির কর্মীরা, টেকনিশিয়ান ও আর্টিস্ট-সহ সবচেয়ে পুরনো ও বড় সংস্থার তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি মলদ্বীপের তিন মন্ত্রীর বিরূপ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে ৷"
তিনি আরও বলেন, "দেশের প্রতি ভালোবাসা ও এখানকার সংস্কৃতিকে মাথায় রেখে ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ সংস্থার সদস্যরা মিলিতভাবে ঠিক করেছে মলদ্বীপে সমস্ত রকম শুটিং বন্ধ করা হবে ৷ প্রযোজকদের কাছে অনুরোধ যদি মলদ্বীপে শুটিং লোকেশন ঠিক করা হয়ে থাকে তাহলে তা বাতিল করা হোক ৷ তার বদলে ভারতের কোনও লোকেশনে শুটিং করা হোক ৷ এখানকার পর্যটন শিল্পকে আরও উন্নত করা হোক ৷ আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দেশের পাশে রয়েছি ৷"
এই সংস্থার চিফ অ্যাডভাইসর হলেন অশোক পণ্ডিত ৷ প্রেসিডেন্ট বিএন তিওয়ারি, জেনারেল সেক্রেটারির পদে রয়েছেন অশোক দুবে ও কোষাধ্যক্ষের পদে রয়েছেন গণেশ্বর শ্রীবাস্তব ৷ সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাক্ষাদ্বীপ সফরে পর্যটনের প্রচার করেছেন। এরপর মলদ্বীপের মন্ত্রীরা অপমানজনক মন্তব্য করেন। এরপরেই বিটাউনের তারকারা দেশের সম্মান রক্ষার্থে প্রতিবাদে সরব হন ৷ সলমন খান থেকে শুরু করে অক্ষয় কুমার, শ্রদ্ধা কপুর সকলেই মলদ্বীপ ভ্রমণ বাতিল করে লাক্ষাদ্বীপ ভ্রমণের কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থনে সোশাল মিডিয়ায় পোস্ট শেয়ার করেছেন।