পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

সিনেমায় নিষেধাজ্ঞা তুলে দেওয়া উচিত, মুখ খুললেন পাকিস্তানি অভিনেতা!

Indian films in Pakistan: পাকিস্তানে নিম্নমুখী বিনোদন জগতের ব্যবসা ৷ এর প্রধান কারণ হিসাবে উঠে এল ভারতীয় ছবির প্রতি নিষেধাজ্ঞা ৷ ভারতীয় সিনেমায় ব্যান নিয়ে মুখ খুললেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা-প্রযোজক ফয়জল কুরেশি ৷

Indian films in Pakistan
ভারতীয় ছবির মুক্তি নিয়ে মুখ খুললেন পাকিস্তানি অভিনেতা

By ETV Bharat Bangla Team

Published : Dec 31, 2023, 7:58 PM IST

করাচি, 31 ডিসেম্বর: ভারতীয় সিনেমা থেকে ব্যান তোলার পক্ষে সওয়াল পাকিস্তানি প্রযোজক-অভিনেতা ফয়জল কুরেশির ৷ পাকিস্তানে সিনেমা শিল্পকে বাঁচিয়ে রাখতে ভারতীয় ছবির মুক্তির পক্ষে মুখ খুললেন অন্যতম জনপ্রিয় তারকা ৷

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এক আঞ্চলিক টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় পাকিস্তানে ভারতীয় ছবির মুক্তি প্রসঙ্গে কথা বলেন জনপ্রিয় এই তারকা ৷ তিনি বলেন, "আমি খুব দেশভক্ত ৷ কিন্তু যদি তোমাকে পাকিস্তানি সিনেমা বাঁচিয়ে রাখতে হয়, তাহলে এটা সত্যিই গুরুত্বপূর্ণ যে ভারতীয় ছবির এখানে মুক্তি পাওয়া দরকার ৷ সিনেমার বিষয়ে আমি স্বার্থপর ৷ কিন্তু আমি জানি পাকিস্তানের দর্শক ভারতীয় ছবি দেখতে চায় ৷ তুমি নিজের মতামত জনগণের উপরে চাপাতে পার না ৷ দুই দেশের সম্পর্ক ভালো করতে সেই দিকে নজর দেওয়া উচিত ৷"

2019 সাল থেকেই পাকিস্তানে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে ভারতীয় ছবির স্ক্রিনিং ৷ কিন্তু যাঁরা সিনেপ্রেমী রয়েছেন, তাঁরা নেটফ্লিক্স বা প্রাইম ভিডিয়োর মতো ওটিটি প্ল্যাটফর্মে হিন্দি সিনেমা দেখতে পছন্দ করেন বলে জানা যায় ৷ কারণ সেই দেশে এই ওটিটি প্ল্যাটফর্মগুলি বৈধ ৷ ভিপিএন সার্ভিসের মধ্য দিয়ে অনান্য প্ল্যাটফর্মগুলির সিনেমাও দেখার সুযোগ পান পাকিস্তানের দর্শকরা ৷

সাক্ষাৎকারে কুরেশি আরও জানিয়েছেন, যদি পাকিস্তানে ভারতীয় সিনেমার প্রতি নিষেধাজ্ঞা উঠে যায়, তাহলে সেখানে বিনোদন ব্যবসা কয়েকগুণ বেড়ে যাবে ৷ বছরে প্রায় 6 হাজার থেকে 7 হাজার মিলিয়ন লাভ হবে পাকিস্তানি সিনে জগতে ৷ এর মধ্যে অবশ্যই থাকবে বিভিন্ন পাকিস্তানি বিনোদনমূলক কনটেন্ট, যা ভারতীয় চ্যানেল বা পোর্টালে দেখানোর সুযোগ পাবে ৷ তিনি বলেন, "আগে আমাদের সিনেমা এবং সিরিয়ালগুলি অনলাইন ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হচ্ছিল এবং সাধারণ মানুষ ভারতীয় ছবি দেখার জন্য সিনেমা হলেও যেতেন ৷ এর ফলে বিনোদন শিল্প খুব ভালো ব্যবসা করেছিল ৷ মজার বিষয় আমরা আয়ের সেই পথ বন্ধ করে দিয়েছি ৷"

তিনি জানান, যতদিন পাকিস্তানে ভারতীয় ছবির প্রদর্শন শুরু হবে না ততদিন এখানকার বিনোদনের ব্যবসা বেড়ে উঠবে না৷ নতুন নতুন ধরনের গল্প, অভিনয়, দর্শকদের প্রেক্ষাগৃহে টেনে নিয়ে যায় ৷ পাকিস্তানি দর্শকদের কথা মাথায় রেখে সেইদিকেও নজর দিতে হবে ৷ উল্লেখ্য, ফয়জল কুরেশি পাকিস্তানের অনঅযতম জনপ্রিয় অভিনেতা-প্রযোজক ও ছোটপর্দার সঞ্চালক ৷ একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি ৷ এবার পাকিস্তানে ভারতীয় ছবির উপর থেকে নিষেধাজ্ঞা তোলার পক্ষে সওয়াল করলেন ফয়জল কুরেশি ৷

আরও পড়ুন

1. 'নাতু নাতু' থেকে 'দ্য এলিফ্যান্ট হুইসপার্স'-'মন কি বাত' অনুষ্ঠানে অস্কারজয়ীদের নিয়ে গর্বিত প্রধানমন্ত্রী

2.'বক্স অফিসের কথা ভেবে ছবি বানাই না', 'সালার'-'ডাঙ্কি' বিগব্যাটলের মাঝে সাফ বার্তা রাজকুমারের

3.মারুতি দশারির সঙ্গে হাত মেলাচ্ছেন প্রভাস ! সালারের সাফল্যের মাঝেই এল নতুন ছবির খবর

ABOUT THE AUTHOR

...view details