পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

গাজার যুদ্ধে আক্রান্ত হন 'ফৌদা' খ্যাত অভিনেতা! কেমন আছেন তারকা? - Fauda

Idan Amedi released from ICU: গাজার যুদ্ধে আহত হয়েছিলেন ফৌদা তারকা ইদান অমেদি ৷ গুরুতর অবস্থায় ভর্তি ছিলেন আইসিইউতে ৷ বর্তমানে কেমন আছেন তারকা, জানালেন চিকিৎসকরা ৷

Etv Bharat
'ফৌদা' ধারাবাহিকে অভিনেতার দৃশ্য

By ETV Bharat Bangla Team

Published : Jan 13, 2024, 7:59 PM IST

Updated : Jan 13, 2024, 8:07 PM IST

মুম্বই, 13 জানুয়ারি: গাজার যুদ্ধে আক্রান্ত হন গায়ক তথা ফৌদা সিরিজ খ্যাত অভিনেতা ইদান অমেদি ৷ গুরুতর আঘাত লেগেছিল অভিনেতার ৷ তাঁকে একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভরতি করা হয়েছিল ৷ বর্তমানে অভিনেতা ভালো আছেন বলে জানা গিয়েছে ৷ আইসিইউ থেকেও বের করা হয়েছে অভিনেতাকে ৷ আপাতত হাসপাতালের ট্রমা ওয়ার্ডে তাঁর চিকিৎসা চলছে ।

ওই হাসপাতালে তরফে জানানো হয়েছে, ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি ৷ ফাউদা স্টার ইজরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)-এর একজন সংরক্ষক ছিলেন ৷ তিনি কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসে কাজ করতেন। গাজায় যুদ্ধের সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন ৷ সেই খবর প্রকাশ্যে আসতেই ভেঙে পড়েন তাঁর অনুরাগীরা ৷ সকলেই তাঁর দ্রুত সুস্থতার কামনা করেন ৷ অবশেষে তাঁকে বের করা হয়েছে আইসিইউ থেকে ৷

তিনি নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে যুদ্ধের বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন ৷ পোস্টে লিখেছিলেন, "এটা 'ফৌদা'র দৃশ্য নয়, বাস্তব জীবনের দৃশ্য।" এর সঙ্গে, অভিনেতা আরও জানিয়েছিলেন তিনি এবং তাঁর সহকর্মীরা 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলা নিয়ে উদ্বিগ্ন ছিলেন ৷ দেশের জন্য তাঁরা কিছু করতে চেয়েছিলেন।

তারপরই তিনি যুদ্ধে যান বলে জানা যায় ৷ তিনি সোশাল মিডিয়ায় লিখেছিলেন, "ভগবান আমাদারে রক্তঝড়ার প্রতিশোধ নেবেন ৷" তিনি জনপ্রিয় ওয়েব সিরিজ ফৌদা-তে, আমেদি সাগির চরিত্রে অভিনয় করেছিলেন ৷ এই সাইকোলজিক্যাল অ্যাকশন টেলিভিশন সিরিজ পরিচালনা করেন লিওর রাজ ও আভি ইসাচারফ ৷

Last Updated : Jan 13, 2024, 8:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details