হায়দরাবাদ, 18 জুন: বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে পিতৃদিবস ৷ অধিকাংশ বাবা-ই তাঁর সন্তানের কাছে সুপারহিরো ৷ তবে যাঁরা রিলের হিরো, তাঁরাও অনেকে ব্যক্তিগত জীবনে বাবা ৷ সম্প্রতি বলিউডে বেশ কয়েকজন অভিনেতাই চুটিয়ে উপভোগ করছেন পিতৃত্ব ৷ তাঁরা বাবা ও সন্তানের গতিশীলতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন ৷ পিতৃ দিবসে এমনই কয়েকজন বলিউড অভিনেতাদের দিকে নজর ঘোরাব, যাঁরা নিজেরা বাবা, যাঁরা সন্তান ও পরিবার এবং কেরিয়ারের মধ্যে ভারসাম্য বজায় রেখে এগিয়ে চলেছেন ৷
2022 সালের নভেম্বর মাসে রণবীর কাপুরের কোলে এসেছে তাঁর কন্যা রাহা । বাবা হওয়ার পর প্রথম ফাদার্স ডে-র অনুভূতি স্বাভাবিক ভাবেই তাঁর কাছে অন্যরকম ৷ একটি সাক্ষাত্কারে পিতৃত্বের নতুন অ্যাডভেঞ্চার নিয়ে কথা বলেছিলেন তিনি ৷ রণবীর বলেন, "আমি বেশ আনন্দিত, রোমাঞ্চিত এবং পাশাপাশি উদ্বিগ্ন ৷ কিন্তু আমি সত্যিই কৃতজ্ঞ। আমি আমার জীবনে কখনও এমন আবেগ অনুভব করিনি ৷ আমি বিভিন্ন ধরনের আবেগ অনুভব করেছি । যাইহোক, এই অনুভূতি সম্পূর্ণরূপে হৃদয়কে পূর্ণ করে ৷"
শাহিদ কাপুর এবং মীরা রাজপুতের দুই সন্তান, মেয়ের নাম মিশা এবং ছেলে জেইন । পিতৃত্বের স্বাদকে আনন্দের সঙ্গে আলিঙ্গন করেছেন শাহিদ ৷ তাঁর জীবনের এই সময়টাকে জীবনের একটি একেবারে নতুন এবং আশ্চর্যজনক অধ্যায় হিসেবে দেখেন তিনি । শাহিদ একটি সাক্ষাৎকারে বলেছিলেন, "এটা দারুণ বিশুদ্ধ এবং এর কোনও বোঝা নেই ৷ এটি একটি নতুন সূচনা বলে মনে হয় । আমি আটকে পড়া এবং একটি পরিবার শুরু করার জন্য আর অপেক্ষা সহ্য করতে পারছি না ৷"
গত বছরের নভেম্বরে যখন বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার তাঁদের মেয়েকে স্বাগত জানান, তখন তাঁরাও অভিভাবকত্বের আনন্দকে আলিঙ্গন করেছিলেন । তাঁরা মেয়ের নাম রাখেন দেবী, যে তাঁদের জীবনে একটি সুন্দর নতুন অধ্যায়ের সূচনা করেছিল । দেবীকে স্বাগত জানানোর পরে, করণ তাঁর অনুভূতির কথা জানাতে গিয়ে বলেছিলেন, "এটি অনেক কিছুর সংমিশ্রণ । একটি শক্তিশালী আবেগ যা আমি আমার বাইরে আসতে দিইনি, কারণ আমি ভয় পেয়েছিলাম যে, আমি আনন্দদায়ক বিস্ফোরণে ফেটে যেতে পারি ।"
আরও পড়ুন:আজ পিতৃ দিবস ! কেন এই দিনটি শুরু হয়েছিল ? জেনে নিন বিস্তারিত
চার সন্তানের জনক সইফ আলি খান তাঁর সন্তানদের বড় হওয়াটা চাক্ষুস করাকে পুরস্কার জেতার মতো মনে করেন । অমৃতা সিংয়ের সঙ্গে তাঁর দুটি সন্তান, সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান ৷ আর দ্বিতীয় স্ত্রী করিনা কাপুরের সঙ্গে সইফের দুই পুত্র, তৈমুর এবং জেহ ৷ সইফ আগেই বলেছিলেন, "বাড়িতে যখন একটি নবজাতক থাকে, তখন কে আর কাজ করতে চায় !" একটি সাক্ষাৎকারে তিনি আরও বলেন, "আপনি যদি আপনার বাচ্চাদের বড় হওয়া মিস করেন তবে আপনি তাদের ক্ষতি করছেন । এবং যেহেতু আমি একটি ভাগ্যবান পরিস্থিতিতে আছি, আমি কাজ থেকে সময় নিতে পারি । আমার 9টা থেকে 5টা সময়সূচি নেই ৷"
2018 সালের নবদম্পতি নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদী এখন দুটি সন্তানের গর্বিত পিতামাতা । গুরিক নামে এক ছেলে এবং মেহের নামে এক মেয়েকে নিয়ে তাঁদের সুন্দর সংসার । অঙ্গদ বলেন, "এটি আমার জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা ৷ এটি মহাবিশ্বের একটি আশীর্বাদ । সন্তান থাকাটা এমন একটি বিষয়, যে সৌভাগ্য প্রত্যেকের হয় না । আমরা খুব আনন্দিত । সবচেয়ে শক্তিশালী সম্পর্ক হয় একজন বাবা-মা এবং একজন সন্তানের মধ্যে । আমি সবসময়ই চাইতাম যে আমি যখন যুবক থাকি, তখনও আমার সন্তান থাকুক, যাতে আমি তাদের সঙ্গে বৃদ্ধ হতে পারি ।"