কলকাতা, 7 এপ্রিল:মুক্তি পেল অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত নতুন ছবি 'ফাটাফাটি'র নতুন গান 'স্বপ্ন বোনার সময় এখন' ৷ শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় এবং নন্দিতা রায়ের উইন্ডোজ প্রোডাকশনের এই নতুন ছবিতে জুটি বেঁধেছেন আবির এবং ঋতাভরী ৷ ঋতাভরী এখানে অভিনয় করবেন এখন ফ্যাশন ইনফ্লুয়েন্সারের চরিত্রে ৷ অন্য়দিকে আবির রয়েছেন তাঁর স্বামীর ভূমিকায় ৷ এর আগে 'জানি অকারণ' গানে সুন্দরভাবে ধরা পড়েছিল তাঁদের কেমিস্ট্রি ৷ তবে এই গানটি একটু অন্য়রকম ৷
চমক হাসানের এই গানে ফুটে উঠেছে এক গৃহবধূর স্বপ্নের উড়ানের কথা ৷ গানের কথা এবং সুরের দায়িত্বও সামলেছেন চমক নিজেই ৷ এই গান ঋতাভরীকে পর্দায় এক উড়ানের গল্প বুনতে সাহায্য় করে ৷ ভিডিয়োর শুরুতেই আমরা ঋতাভরীর চরিত্রকে বলতে শুনি,"আমরা মোটা হতে পারি কিন্তু আমাদের জীবন মোটামুটি নয় ফাটাফাটি" ৷ আর তারপর ভিডিয়োতে আমরা দেখি সেলাই করতে করতে কীভাবে নিজেই নতুন নতুন ডিজাইনের জন্ম দিচ্ছেন এই গৃহবধূ ৷ একে একে তাঁর হাত ধরছেন অন্যরাও ৷ শুরু হচ্ছে এক স্বপ্নের যাত্রা ৷