পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Death of Sameer Khakhar: প্রয়াত শাহিদের 'ফরজি' খ্যাত অভিনেতা সমীর খাখর - প্রয়াত বর্ষীয়াণ অভিনেতা সমীর খাখর

প্রয়াত বর্ষীয়াণ অভিনেতা সমীর খাখর ৷ শোকের ছায়া বিনোদন দুনিয়ায় (Actor Sameer Khakhar Dies at 71)৷

Death of Sameer Khakhar
প্রয়াত বর্ষীয়াণ অভিনেতা সমীর খাখর

By

Published : Mar 15, 2023, 12:45 PM IST

মুম্বই, 15 মার্চ:চিরঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়াণ অভিনেতা সমীর খাখর ৷ মূলত ডিডি-তে তাঁর খোপড়ি চরিত্রের জন্য় বিপুল পরিচিতি লাভ করেছিলেন সমীর ৷ এছাড়া সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল শাহিদ কাপুরের ওটিটি ডেবিউ সিরিজ 'ফরজি'-তেও ৷ এই সিরিজেও বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি ৷ বুধবার 'মাল্টিপ্যাল অর্গ্যান ফেলিওর' হওয়ার কারণে মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিনেতা ৷ তাঁর মৃত্যুর খবর জানান তাঁর ভাই গনেশ (Actor Sameer Khakhar Dies at 71 )৷

তিনি সংবাদমাধ্য়মকে জানান, গতকাল শ্বাস নিতে বেশ সমস্য়া হচ্ছিল অভিনেতার ৷ সেই কারণেই প্রথমে বাড়িতে ডাক্তার দেখানো হয় । পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ সঙ্গে সঙ্গেই তাঁকে আইসিইউতে ভর্তি করে নেন চিকিৎসকরা ৷ কিন্তু শেষ রক্ষা হয়নি ৷ আজ ভোর 4.30 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা ৷ মৃ্ত্যুকালে তাঁর বয়স হয়েছিল 71 বছর ৷ পরিচালক হনসল মেহতা-সহ আরও অনেকেই দুঃখ প্রকাশ করেছেন অভিনেতার প্রয়াণে ৷

অভিনেতা আটের দশক থেকেই বিনোদন দুনিয়ার এক পরিচিত মুখ ৷ ছোট পর্দা এবং বড় পর্দা, দুই ক্ষেত্রেই তিনি সমান দাপটের সঙ্গে অভিনয় করে গিয়েছেন ৷ বিভিন্ন ক্ষেত্রে পার্শ্ব চরিত্র হিসাবে দর্শকদের মন জয় করেছেন তিনি ৷ একসময় শাহরুখের সঙ্গে আটের দশকের জনপ্রিয় ধারাবাহিক 'সার্কাস'-এ অভিনয় করেছিলেন তিনি ৷ এছাড়াও ছোটপর্দায় 'নুক্কড়', 'শ্রীমান শ্রীমতী' এবং 'আদালত'-এর ধারাবাহিকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন এই অভিনেতা ৷

বড় পর্দায় তিনি 'জয় হো' ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন সলমন খানের সঙ্গে ৷ এছাড়া 'হাসি তো ফাসি' এবং 'প্যাটেল কি পঞ্জাবি শাদি'-এর মতো ছবি রয়েছে তাঁর ঝুলিতে ৷ অন্য়দিকে ওয়েবেও বেশ চেনা মুখ হয়ে উঠেছিলেন সমীর ৷ এর আগেও তাঁকে দেখা গিয়েছিল সুনীল গ্রোভারের 'সানফ্লাওয়ার' সিরিজে ৷ আর অন্য়দিকে সুধীর মিশ্রর 'সিরিয়াস ম্য়ান'-এও দেখা মিলেছে তাঁর ৷

আরও পড়ুন:ছোটপর্দায় একসঙ্গে কাঞ্চন শ্রীময়ী, ধারাবাহিকে 'প্রেম' করবেন তাঁরা ?

ABOUT THE AUTHOR

...view details