মুম্বই, 15 মার্চ:চিরঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়াণ অভিনেতা সমীর খাখর ৷ মূলত ডিডি-তে তাঁর খোপড়ি চরিত্রের জন্য় বিপুল পরিচিতি লাভ করেছিলেন সমীর ৷ এছাড়া সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল শাহিদ কাপুরের ওটিটি ডেবিউ সিরিজ 'ফরজি'-তেও ৷ এই সিরিজেও বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি ৷ বুধবার 'মাল্টিপ্যাল অর্গ্যান ফেলিওর' হওয়ার কারণে মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিনেতা ৷ তাঁর মৃত্যুর খবর জানান তাঁর ভাই গনেশ (Actor Sameer Khakhar Dies at 71 )৷
তিনি সংবাদমাধ্য়মকে জানান, গতকাল শ্বাস নিতে বেশ সমস্য়া হচ্ছিল অভিনেতার ৷ সেই কারণেই প্রথমে বাড়িতে ডাক্তার দেখানো হয় । পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ সঙ্গে সঙ্গেই তাঁকে আইসিইউতে ভর্তি করে নেন চিকিৎসকরা ৷ কিন্তু শেষ রক্ষা হয়নি ৷ আজ ভোর 4.30 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা ৷ মৃ্ত্যুকালে তাঁর বয়স হয়েছিল 71 বছর ৷ পরিচালক হনসল মেহতা-সহ আরও অনেকেই দুঃখ প্রকাশ করেছেন অভিনেতার প্রয়াণে ৷