পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Bambai Meri Jaan Release Date: অপরাধ জগতে উত্থান নতুন বাদশার, আসছে ফারহানের 'বোম্বাই মেরি জান' - আসছে ফরহান আখতার প্রযোজিত নতুন সিরিজ

আসছে ফরহান আখতার প্রযোজিত নতুন সিরিজ 'বোম্বাই মেরি জান' ৷ আগামী মাসেই মুক্তি পেতে চলেছে এই সিরিজ ৷

Pic Farhan Akhtar Instagram
আসছে ফরহানের নতুন সিরিজ

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 10:05 PM IST

হায়দরাবাদ, 28 অগস্ট: ফারহান আখতার এখন চর্চায় রয়েছেন তাঁর নতুন প্রজেক্ট 'ডন 3' নিয়ে ৷ তারই মাঝে আরও একটি নতুন কাজের ঘোষণা করলেন তিনি ৷ সোমবার তিনি জানালেন, তাঁর প্রযোজিত 'বোম্বাই মেরি জান' সিরিজের কথা ৷ কেকে মেনন অভিনীত এই নতুন সিরিজ মুক্তি পেতে চলেছে আগামী সেপ্টেম্বরেই ৷ কেকে'র সঙ্গে থাকবেন অবিনাশ তিওয়ারি, কৃতিকা কামরা, নিবেদিতা ভট্টাচার্য এবং আমাইরা দস্তুরের মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷

এদিন তাঁর নতুন সিরিজের যে ভিডিয়োটি শেয়ার করেছেন ফারহান তা বেশ রহস্যময় ৷ ভিডিয়োয় দেখা যাচ্ছে, স্বাধীনতা পরবর্তী সময়ে বম্বের এক কাহিনি ৷ সেখানে রাজার আসন কে পাবে তা নিয়ে শুরু হয় দ্বন্দ্ব ৷ বাবার ঐতিহ্য ছেলে বজায় রাখতে পারবে কি না, তাই নিয়ে তৈরি হয়েছে এই গল্পের একটি দিক ৷ আবার অন্য একটি দিক হল ভালো আর খারপের চিরকালীন লড়াই ৷ গল্পের কেন্দ্র রয়েছে দারা কাদরি নামের এক তরুণ ৷ অপরাধ জগতে তার উত্থান, বাবার পরম্পরা ধরে রাখার চাপ সমস্ত কিছু নিয়েই তৈরি হবে এই সিরিজ ৷

ফারহান এদিন ইনস্টাগ্রামে লেখেন, "বোম্বাইয়ের নতুন রাজাকে মুকুুট তুলে দেওয়ার সময় এসেছে ৷ নতুন সিরিজ আসছে আগামী 14 সেপ্টেম্বর ৷" এই সিরিজের পরিচালনা অবশ্য ফারহান করছেন না ৷ পরিচালনার দায়িত্বে রয়েছেন সুজাত সওদাগর ৷ 10টি পর্বে আমাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পেতে চলেছে এই সিরিজটি ৷ অপরাধ জগতের মারপ্যাঁচ, রীতিনীতি নিয়ে তৈরি হয়েছে এই সিরিজ ৷

আরও পড়ুন:'আপনিও বিক্রি হয়ে গেলেন?', 'দ্য ভ্যাকসিন ওয়ার' ছবির প্রশংসা করে ট্রলড মাধবন

ঠিক স্বাধীনতা পরবর্তী সময়ে আন্ডারওয়ার্ল্ড কীভাবে সক্রিয় হয়ে উঠেছিল ৷ একজন নতুন অন্ধকার জগতের বাদশা কীভাবে তার সাম্রাজ্য গড়ে তুলছিল, তা পুঙ্খানুপুঙ্খ রূপে তুলে ধরবে এই সিরিজ ৷ হিন্দি পুরোনো গানে বারবার ঘুরে ফিরে এসেছে 'বোম্বাই মেরি জান' কথাটি ৷ সেই গানের রেশই এই সিরিজে ব্যবহার করেছেন নির্মাতারা ৷ রেনসিল ডি'সিলভার সঙ্গে হাত মিলিয়ে সিরিজটির কাহিনি লিখেছেন পরিচালক নিজেই ৷

ABOUT THE AUTHOR

...view details