হায়দরাবাদ, 12 এপ্রিল: আইপিএলে বলিউড ডিভা ঊর্বশী রাউতেলা ফের একবার শিকার হলেন ফ্য়ানেদের কটাক্ষের ৷ মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ানসের খেলা মাঠে বসে উপভোগ করেন এই অভিনেত্রী ৷ ম্য়াচের বিভিন্ন মুহূর্ত তিনি কেমন উপভোগ করলেন, তার নিদর্শন রয়েছে অভিনেত্রীর ইনস্টা টাইমলাইনে ৷ বেশ কিছু ছবি এবং ভিডিয়ো সোশালে পোস্ট করেছেন তিনি ৷ আর সেই ছবি সামনে আসতে না আসতেই ট্রোল করা শুরু করেন ফ্য়ানেরা ৷
ঋষভ পন্থের সঙ্গে ঊর্বশীর অম্লমধুর সম্পর্কের কথা কারও অজানা নয় ৷ সম্প্রতি একটি গাড়ি দুর্ঘটনার জেরে ক্রিকেট মাঠ থেকে দূরেই দিন কাটাচ্ছেন ঋষভ ৷ যদিও খেলা দেখতে এসেছিলেন তিনি এর আগে ৷ তবে আপাতত দিল্লি ক্যাপিটালসের এই নির্ভরযোগ্য় উইকেট কিপার ব্যাটার দিন গুনছেন মাঠে ফেরার ৷ আর তাঁর নাম করেই ফ্য়ানেরা এবার খোঁচা দেওয়া শুরু করলেন ঊর্বশীকে ৷ 'হেট স্টোরি 4' খ্য়াত নায়িকা এদিন পোস্ট করেছিলেন গ্য়ালারিতে দাঁড়িয়ে তাঁর নাচ এবং হাত নাড়ার দৃশ্য় ৷ কিন্তু তাঁকে স্টেডিয়ামে দেখেই পন্থের নাম করে তাঁকে খোঁচা দিতে শুরু করেন ফ্য়ানেরা ৷