হায়দরাবাদ, 10 অগস্ট:'রজনীকান্ত, নাম তো শুনা হি হোগা'। শাহরুখের সংলাপকে একটু বদলে নিয়ে 10 অগস্টের যে কোনও লেখা বোধহয় এভাবে শুরু করা যেতেই পারে ৷ কারণ বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল থালাইভা রজনীকান্তের নতুন ছবি 'জেলর' ৷ ছবি নিয়ে এখন রীতিমতো তুঙ্গে উত্তেজনা ৷ চেন্নাই-সহ বিভিন্ন জায়গায় ফ্যানেদের উচ্ছ্বাস বাঁধ ভেঙেছে ৷
বিশ্বের মোট 4000টি স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি ৷ শুধুমাত্র তামিলনাড়ুতেই 800 স্ক্রিনে মুক্তি পেয়েছে 'জেলর' ৷ কয়েকদিন ধরেই এই ছবি নিয়ে উন্মাদনা চরমে উঠেছে ৷ এক জাপানি দম্পতি ভারতে চলে এসেছেন শুধু প্রথম দিনের প্রথম শোয়ে দেখতে ৷ রজনীকান্তের সঙ্গে দেখাও করেন তাঁরা ৷ তাঁকে উপহার দেন একটি জাপানি শাল ৷ ওসাকা থেকে ভারতে আসা এই দম্পতি জানান, জাপানে একদিন বাদে মুক্তি পাওয়ার কথা ছবির ৷ কিন্তু তাঁরা এই ছবি প্রথম দিনই দেখতে চেয়েছিলেন বলে সোজা ভারতেই এসেছেন ৷