পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Rajinikanth Jailer Releases: পোস্টারে ঢালা হল দুধ, ছবি দেখতে ভারতে জাপানি দম্পতি ; রজনীর 'জেলর' নিয়ে উৎসব - Fans go crazy As Jailer Releases Today

প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রজনীকান্তের নতুুন ছবি 'জেলর' ৷ ছবি নিয়ে উত্তেজনা রীতিমতো চরমে ৷ কেউ পোস্টারে দুধ ঢালছেন, কেউ আবার মেতেছেন নাচে ৷

Rajinikanth Jailer Releases
রজনীর জেলর নিয়ে তুঙ্গে উন্মাদনা

By

Published : Aug 10, 2023, 11:19 AM IST

হায়দরাবাদ, 10 অগস্ট:'রজনীকান্ত, নাম তো শুনা হি হোগা'। শাহরুখের সংলাপকে একটু বদলে নিয়ে 10 অগস্টের যে কোনও লেখা বোধহয় এভাবে শুরু করা যেতেই পারে ৷ কারণ বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল থালাইভা রজনীকান্তের নতুন ছবি 'জেলর' ৷ ছবি নিয়ে এখন রীতিমতো তুঙ্গে উত্তেজনা ৷ চেন্নাই-সহ বিভিন্ন জায়গায় ফ্যানেদের উচ্ছ্বাস বাঁধ ভেঙেছে ৷

বিশ্বের মোট 4000টি স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি ৷ শুধুমাত্র তামিলনাড়ুতেই 800 স্ক্রিনে মুক্তি পেয়েছে 'জেলর' ৷ কয়েকদিন ধরেই এই ছবি নিয়ে উন্মাদনা চরমে উঠেছে ৷ এক জাপানি দম্পতি ভারতে চলে এসেছেন শুধু প্রথম দিনের প্রথম শোয়ে দেখতে ৷ রজনীকান্তের সঙ্গে দেখাও করেন তাঁরা ৷ তাঁকে উপহার দেন একটি জাপানি শাল ৷ ওসাকা থেকে ভারতে আসা এই দম্পতি জানান, জাপানে একদিন বাদে মুক্তি পাওয়ার কথা ছবির ৷ কিন্তু তাঁরা এই ছবি প্রথম দিনই দেখতে চেয়েছিলেন বলে সোজা ভারতেই এসেছেন ৷

এই ছবির হাত ধরে প্রায় 2 বছর পর পর্দায় ফিরলেন সকলের প্রিয় 'রজনী আন্না' ৷ বিভিন্ন প্রেক্ষাগৃহের সামনের উন্মাদনা তাই আরও কিছুটা বেশি ৷ তামিলনাড়ুতে ফ্যানেদের ফিল্মের পোস্টারের উপর দুধ ঢালতেও দেখা গিয়েছে ৷ আদতে রজনীকান্ত শুধু একজন সুপারস্টার নন, ভক্তদের কাছে তিনি আরাধ্য দেবতা ৷ মেতে ওঠার অংশ হিসেবে প্রেক্ষাগৃহের সামনে ছবির গান বাজিয়ে হইচই থেকে শুরু করে নাচ তো চলেছেই ৷

আরও পড়ুন:'ইটস অনলি পেয়ার...', বনির জন্মদিন কীভাবে পালন করলেন কৌশানি? দেখুন ঝলক

2 বছর পর অভিনেতাকে পর্দায় ফিরে পেয়ে খুশির বাঁধ যেন ভেঙে গিয়েছে সকলের ৷ 'জেলর' ছবিটি মুক্তি পেয়েছে তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় । ছবিটি মূলত 'ব্ল্যাক অ্যাকশন কমেডি' ঘরানার ৷ নেলসন পরিচালিত এই ছবিতে রজনীকান্তের সঙ্গেই অভিনয় করেছেন রম্যা কৃষ্ণান, জ্যাকি শ্রফ, তমন্না ভাটিয়ার মতো তাবড় অভিনেতা-অভিনেত্রীরা ৷

ABOUT THE AUTHOR

...view details