হায়দরাবাদ, 30 অগস্ট:আসন্ন ছবি 'জওয়ান'-এর প্রচার নিয়েই এখন ব্যস্ত রয়েছেন শাহরুখ খান ৷ ছবি মুক্তির আগে মঙ্গলবার তিনি যান বৈষ্ণদেবীর মন্দিরে ৷ জম্মুর এই মন্দিরে গতকাল গভীর রাতে পুজো দেন এসআরকে ৷ আর এবার তিনি পৌঁছলেন তামিলনাড়ুতে ৷ বুধবার চেন্নাই বিমানবন্দরে নামতেই অনুরাগীদের বাঁধ ভাঙা উন্মাদনার মুখে পড়তে হল শাহরুখকে ৷ ফ্যানেদের উদ্দেশ্য়ে এদিন হাতও নাড়েন অভিনেতা ৷
বুধের সন্ধ্যায় 'জওয়ান' ছবির একটি প্রি-রিলিজ ইভেন্ট হতে চলেছে চেন্নাইতে ৷ এই খবর সামনে এসেছিল আগেই ৷ শ্রী সাইরাম ইঞ্জিনিয়ারিং কলেজে হতে চলেছে এই অনুষ্ঠান ৷ যদিও বিনা আমন্ত্রণে এই ইভেন্টে কারও প্রবেশাধিকার নেই ৷ তবে ফ্যানেরা অনুষ্ঠানের প্রতিটি ঝলক দেখার জন্য় যে উদগ্রীব রয়েছেন, তা বলাই বাহুল্য ৷
ইতিমধ্যেই এসআরকের বিমানবন্দরে নামার বিভিন্ন ভিডিয়ো ছড়িয়ে গিয়েছে নেটপাড়ায় ৷ কিং খানকে এদিন দেখা গেল একেবারে রাজকীয় সাজে ৷ ঝলমলে কালো স্যুটে এদিন নিজেকে সাজিয়েছিলেন তিনি ৷ গাড়িতে ওঠার আগে এদিন সবার উদ্দেশ্যে হাত নাড়ান শাহরুখ ৷ অনুরাগীদের দিকে ছুুঁড়ে দেন ফ্লাইং কিসও ৷