হায়দরাবাদ, 9 জুলাই:সম্প্রতি বেটারহাফ আলিয়া ভাট ও মেয়ে রাহার সঙ্গে দুবাইতে ছুটি কাটিয়ে মুম্বই ফিরেছেন বলিউডের অভিনেতা রণবীর কাপুর ৷ আর এর পর তিনি তাঁর মা নীতু কাপুরের জন্মদিনে তাঁকে অবাক করে দিতে উড়ে গিয়েছেন ইতালিতে । প্রবীণ অভিনেত্রী 8 জুলাই 65 বছরে পড়লেন ৷ তাঁর কন্যা ঋদ্ধিমা কাপুর সাহনি, জামাতা ভরত সাহনি, নাতনি সামারা এবং পুত্র রণবীরের সঙ্গে জন্মদিন পালন করেন নীতু । তারই ফাঁকে ইতালির সমুদ্র সৈকতে সামারার সঙ্গে রণবীরের আনন্দের মুহূর্ত কাটানোর একটি ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ সেই ছবিতে বলিউডের 'সাওয়ারিয়া'র হট ফিজিক দেখে আচ্ছন্ন তাঁর অনুরাগীরা ।
রিদ্ধিমা এবং তাঁর স্বামী ভরত তাঁদের ইতালি ভ্রমণের ছবিগুলি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন । তাঁরা তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সঙ্গে নীতুর জন্মদিন উদযাপনের ছবিগুলি পোস্ট করেন । লাঞ্চ ডেট উপভোগ করতে বাইরে গিয়েছিল কাপুর পরিবার । তখন ইতালির একটি সমুদ্র সৈকতে সামারা এবং রণবীরের সাঁতারের একটি ছবি পোস্ট করেন ভরত । সামারা এবং রণবীরকে একটি রৌদ্রোজ্জ্বল দিনে সমুদ্রের জলে ভেজা শরীরে দেখা যাচ্ছে ৷ রণবীর ওই ছবিতে শার্টলেস ৷ তাঁর পরনে শুধু স্পোর্টেড ট্রাউজার, টুপি এবং বাহারী রোদচশমা । বেশ আকর্ষণীয় লাগছিল অভিনেতাকে ।