হায়দরাবাদ, 2 জুলাই: একসঙ্গে বসে গল্প করছেন, আড্ডা মারছেন আবার ছবিও তুলছেন টাইগার শ্রফ এবং দিশা পাটানি ৷ হ্যাঁ, অবাক লাগলেও সত্যি ৷ আগে তাঁদের দেখলে অনুরাগীরা বলত, 'মেড ফর ইচ আদার' ৷ কিন্তু বছরখানেক আগে দিশার সঙ্গে জ্যাকি-পুত্রের ব্রেক-আপের খবর সামনে আসে! তবে সম্প্রতি রিইউনিয়ন ঘটল দু'জনের ৷ সোশাল মিডিয়ায় একসঙ্গে ভাইরাল হলেন তাঁরা ৷ শুধু এক ফ্লাইটে যাওয়াই নয়, দিল্লির একটি অনুষ্ঠানে একসঙ্গেই হাজির হয়েছিলেন তাঁরা। একসঙ্গেই সেই অনুষ্ঠানের প্রবেশ করেন, পাপারাৎজিদের সামনে পোজও দেন ৷ তাই নেটাগরিকদের মধ্যে জল্পনা পুরনো সম্পর্ক বুঝি জোড়া লাগছে ৷
সম্প্রতি সেই অনুষ্ঠানে বেগুনি রংয়ের ক্রপ টপ এবং সাদা প্য়ান্টে সেজেছিলেন দিশা। টাইগারকে দেখা গিয়েছিল ব্ল্যাক টিশার্ট আর ম্যাচিং প্যান্টে। অনুষ্ঠানে পাশাপাশি বসে গল্প জুড়লেন দুই পুরনো বন্ধু। এই ইভেন্টে হাজির ছিলেন টাইগারের মা আয়েশা শ্রফ এবং দিদি কৃষ্ণা শ্রফও। সেখানে টাইগারের পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত ভাগ করে নিতে দেখা গিয়েছে দিশাকে ৷এই ভিডিয়ো দেখে প্রতিক্রিয়া কেউ কেউ বলছেন, "তবে কি ফের একসঙ্গে টাইগার-দিশা?"আবার কারও মতে, "টাইগার তো দিশার দিকে সরাসরি তাকাচ্ছেও না।" কেউ আবার লিখেছেন, "এতদিন পর ওদের একসঙ্গে দেখে ভালো লাগল।" আরও কমেন্ট, "সর্বদা আমার প্রিয় জুটি।"