পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Fan Proposes Shraddha Kapoor: বিমানবন্দরে হাঁটু গেড়ে বসে ফুলের তোড়া বাড়িয়ে দিলেন অনুরাগী, কী করলেন শ্রদ্ধা! - Shraddha Kapoor

বিমানবন্দরে তাঁকে হাঁটু গেড়ে বসে ফুলের তোড়া এগিয়ে দিলেন এক অনুরাগী ৷ কী করলেন শ্রদ্ধা কাপুর ?

shradhha kapoor fan encounter
ফুলের তোড়া দিতে আসা অনুরাগীকে ধন্যবাদ শ্রদ্ধার

By

Published : Aug 2, 2023, 9:14 PM IST

হায়দরাবাদ, 2 অগস্ট:ফ্যানেদের নানা আবদার প্রায়শই সহ্য করতে হয় রূপোলি পর্দার তারকাদের ৷ কখনও তাঁরা চান সেলফি, কখনও অটোগ্রাফ আবার কখনও তাঁরা একটু বেশি বাড়াবাড়িও করে ফেলেন ৷ এমনই নাছোড়বান্দা অনুরাগীদের জ্বালাতেও কখনও সখনও তারকাদের জ্বলতে হয় ৷ তাঁদের নানান কাহিনি সামনে আসে প্রায়শই ৷ এমনকী কোনও কোনও ক্ষেত্রে তো পুলিশের আশ্রয় পর্যন্ত নিতে হয় সেলেবদের ৷ এবার এমনই অনুরাগীর পাল্লায় পড়লেন শ্রদ্ধা কাপুর ৷

শক্তি কাপুর-কন্যাকে মুম্বই বিমানবন্দরে সরাসরি প্রপোজ করে বসলেন এক অনুরাগী ৷ কী করলেন অভিনেত্রী? তিনি কি ফিরিয়ে দিয়েছেন তাঁর অচেনা অনুরাগীকে? না মোটেই না ৷ বরং হাঁটু গেড়ে বসে রোম্যান্টিক মেজাজে যখন সেই ভক্ত তাঁর দিকে গোলাপের তোড়া এগিয়ে দিয়েছেন তা গ্রহণই করেছেন অভিনেত্রী ৷ লজ্জায় রাঙা শ্রদ্ধা ধন্যবাদও জানিয়েছেন অচেনা এই ভক্তকে ৷

স্বাভাবিকভাবেই এই ভিডিয়ো এখন ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ পাপারাৎজিদের দৌলতে শ্রদ্ধার এই ফ্যান এখন সোশালের নতুন সেনসেশন ৷ নায়িকারও প্রশংসা কম হয়নি ৷ ইচ্ছে করলেই এই অনুরাগীকে এড়িয়ে যেতে পারতেন তিনি ৷ কিন্তু নায়িকা তা করেননি ৷ অনুরাগীর ভালোবাসার যথাযথ মর্যাদা রাখার চেষ্টা করেছেন শ্রদ্ধা কাপুর ৷ আর তাঁর এই আচরণেই মুগ্ধ নেট দুনিয়া ৷ কেউ লিখেছেন, "সত্যিই দারুণ বিনয়ী উনি ৷" আর একজন লিখেছেন, "আরে লাকি ফ্যান ৷" আবার কেউ লেখেন, "উনি সত্যিই খুব সুন্দরী আর তাই ওনাকে ভালোবাসি ৷"

আরও পড়ুন:শাশ্বতর 'আবার প্রলয়' থেকে আলিয়ার 'হার্ট অফ স্টোন', অগস্টে সময় কাটুক ওটিটি’তেই

শুধু ইনস্টাগ্রামেই প্রায় 81.8 মিলিয়ন ফলোয়ার রয়েছে তাঁর ৷ অভিনয়ের কথা বলতে গেলে তাঁকে শেষ পর্দায় দেখা গিয়েছে রণবীর কাপুরের সঙ্গে 'তু ঝুটি ম্যায় মক্কার' ছবিতে ৷ এই ছবি বিপুল সাফল্য পেয়েছিল বক্স অফিসে ৷ আর আগামীতে তিনি আরও একবার জুটি বাঁধতে চলেছেন রাজকুমার রাও ৷ আসছে তাঁর অত্যন্ত জনপ্রিয় ছবি 'স্ত্রী'-র দ্বিতীয় পর্ব ৷ ছবির শুটিংও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details