পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Jawan Box Office Success: বক্সঅফিসে হাজার কোটি 'জওয়ান', শাহরুখের সাফল্যে পিঠে উল্কি আঁকলেন অনুরাগী - tattoo

'জওয়ান' জ্বরে কাবু অনুরাগীরা ৷ এবার এক শাহরুখ ভক্ত নিজের পিঠে তৈরি করলেন বাদশার ট্যাটু ৷ সঙ্গে তুলে ধরলেন বক্সঅফিস কালেকশন রিপোর্ট ৷ সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন বলিউড বাদশা ৷

Etv Bharat
পিঠে শাহরুখ ট্যাটু অনুরাগীর

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 9:34 PM IST

Updated : Sep 30, 2023, 9:56 PM IST

হায়দরাবাদ, 30 সেপ্টেম্বর: চলতি বছর রেকর্ড তৈরি করেছেন বলিউড বাদশা ৷ একই বছরে পর পর দু'টো ব্লকব্লাস্টার হিট ছবি উপহার দিয়েছেন তিনি ৷ বক্সঅফিসে 'পাঠান' ও 'জওয়ান'-এর ঝুলিতে এসেছে 1000 কোটি টাকা ৷ এরকম মাইলস্টোন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিরল ৷ আর সেই কারণেই তো তাঁকে বলা হয় বলিউডের কিং খান ৷ 'জওয়ান' ছবির জয়যাত্রা অব্যাহত এখনও ৷ শাহরুখ খানের এই সাফল্য উদযাপনে ব্যস্ত রয়েছেন অনুরাগীরাও ৷ দেশের বিভিন্ন প্রান্তে জওয়ান-এর সাফল্য উদযাপনে সবকিছু করছেন ফ্যানেরা ৷ এবার এক অনুরাগীর ভালোবাসা পৌঁছে গেল অন্য স্তরে ৷ নিজের পিঠে শাহরুখ খানের ট্যাটু করালেন এক ভক্ত ৷

সোশাল মিডিয়ায় শাহরুখ বরাবরাই সক্রিয় ৷ ফ্যানেদর প্রশ্নের উত্তর দেওয়া থেকে তাঁদের ভালাবাসার ভিডিয়ো বা বার্তা তিনি শেয়ার করে থাকেন ৷ তেমনই এক ভিডিয়ো বাদশা শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ দেখা গিয়েছে, এক অনুরাগী নিজের পিঠে শাহরুখ খানের ট্যাটু আঁকাচ্ছেন ৷ পাশাপাশি, সেই ট্যাটুতে তুলে ধরা হয়েছে 'জওয়ান'-এর বক্সঅফিস কালেকশন যা হাজার কোটি ছাড়িয়ে গিয়েছে ৷ কিং খান সেই ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "ধন্যবাদ ৷ আশা করছি, এটাতে খুব বেশি লাগেনি ৷ হা হা ৷"

অনুরাগীদের সঙ্গে প্রায়সময়ই অভিনেতাকে দেখা যায় আলাপচারিতা করতে ৷ আবার তাঁদের অদ্ভুদ প্রশ্নের সপাটে সব উত্তরও দেন তিনি ৷ সামাজিক মাধ্যম এক্স (টুইটার)-এ হ্যাশট্যাগ 'আস্ক এসআরকে' সেশন ভীষণ জনপ্রিয় অনুরাগীদের কাছে ৷

22 সেপ্টেম্বর এই রকমই এক সেশনে এক অনুরাগী শাহরুখ খানের বাড়ি মন্নতের সামনে দাঁড়িয়ে ছবি তুলে শেয়ার করেন ৷ সেখানে অভিনেতাকে অনুরোধ করেন তাঁর সঙ্গে দেখা করার জন্য ৷ বাদশার জবাবও ছিল লা জবাব ৷ তিনি সেই অনুরাগীকে জবাবে বলেন, "আরে বন্ধু, আমি তো এই মুহূর্তে মন্নতে নেই ৷ কাজে রয়েছি ৷ মন্নতের কাছে যখন গেছ, একটু দেখে নাও সব ঠিক আছে কি না ৷ হা হা ৷"

আরও পড়ুন: তৃতীয় দিনেও বক্স অফিস ব্যাটেলে এগিয়ে 'ফুকরে 3', পিছিয়ে পড়ল কঙ্গনা-বিবেকের ছবি

অন্যদিকে, 'পাঠান' ও 'জওয়ান'-এর সুপার সাকসেসের পর দর্শকরা অপেক্ষায় রয়েছেন রাজকুমার হিরানি পরিচালিত 'ডাঙ্কি' দেখার জন্য ৷ ছবিতে শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে তাপসী পান্নুকে ৷ চলতি বছর ক্রিসমাসে মুক্তি পাবে এই ছবি ৷

Last Updated : Sep 30, 2023, 9:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details