বিলাসপুর, 29 জুলাই:সারা দেশেই ছড়িয়ে রয়ছে সঞ্জয় দত্তের বহু অনুরাগী ৷ তবে কেউ কেউ রয়েছেন যাঁদের কাছে এক একজন নায়কের স্থান প্রায় দেবতার মতো ৷ ভক্তের মতোই তাঁরাও পুজো করেন তাঁদের এই আরাধ্য নায়কদের ৷ শাহরুখ খানের ফ্যান সিনেমার কথা মনে পড়ে গেল তো? তাহলে এবার সঞ্জয় দত্তের 63তম জন্মদিনে পরিচয় করে নিন সঞ্বাজুবার এক ভক্তের সঙ্গে ৷ প্রথমবার মাত্র 13-14 বছর বয়সে সঞ্জয় দত্তের একটি ছবি দেখেছিলেন বিলাসপুরের ছট্টু অবস্তি ৷ ফতেহ নামক এই ছবিটিতে সঞ্জুবাবা অভিনয় করেছিলেন দেশপ্রেমিকের চরিত্রে ৷ আর তাঁর অভিনয় সেই ছোট্টবেলাতেই গেঁথে যায় ছট্টুর মনে (Sanjay Dutt unique fan in Bilaspur)৷
তখন থেকেই জীবনের নায়ক হিসেবে সঞ্জয়কে পুজো করতে শুরু করেন এই ফ্যান ৷ শুধু তাই নয় সঞ্জয়ের প্রতিটি জন্মদিনে সারা শহর জুড়ে পোস্টার লাগান তিনি ৷ এমনকী একদিন সেন্ট্রাল জেলে এক কেজি লাড্ডুও বিতরণ করেছিলেন এই মানুষটি ৷ কারণ সেদিন জেল থেকে মুক্তি পেয়েছিলেন সঞ্জয় ৷ কিন্তু তাঁর স্বপ্নের নায়কের সঙ্গে দেখা হয়নি এখনও ৷ তাতে অবশ্য কোনও আক্ষেপ নেই ছট্টুর ৷