হায়দরাবাদ, 10 এপ্রিল: 14 এপ্রিল মুক্তি পেতে চলেছে গুণশেখর পরিচালিত মাইথোলজিক্যাল ছবি 'শকুন্তলম' ৷ তার আগে জোর কদমে চলেছে ছবির প্রচার ৷ মুখ্যচরিত্রে অভিনয় করেছেন সামান্তা রুথ প্রভু ও দেব মোহন ৷ সম্প্রতি ছবির প্রচারের জন্যই অনুরাগীদের সঙ্গে সোশাল মাধ্য়মে অ্যাক্টিভ হয়েছিলেন 'আন্তাভা' গার্ল সামান্থা৷ নানা বিষয়ে তাঁকে প্রশ্ন করেন অনুরাগীরা ৷ ছবির চরিত্র ফুটিয়ে তোলা থেকে জীবনের নানা সমস্যার সমাধানে কীভাবে লড়াই করেন তিনি, অনুরাগীদের একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন হাসিমুখে ৷ জীবনের প্রতি সামান্থার এইরকম দর্শন দেখে আবেগ তাড়িত ফ্যানেরাও ৷
টুইটারে এক অনুরাগী তাঁকে প্রশ্ন করেছিলেন, এত শক্তি তিনি কোথা থেকে পান? জীবনে এতকিছু ঘটার পরেও কীভাবে নিজেকে শক্ত রাখেন অভিনেত্রী? এই প্রশ্নের উত্তরে সামান্থা বলেন, "এইভাবে আমার গল্প শেষ হোক চাইনি, তাই শুরু করলাম শকুন্তলম ৷" এই উত্তরে বোঝা যায় নিজেকের কোথাও না কোথাও শকুন্তলার জীবনের সঙ্গে তুলনা করতে চেয়েছেন অভিনেত্রী ৷
কারণ পুরাণ কাহিনীতেও দেখা গিয়েছে, জীবনযুদ্ধে শকুন্তলাকেও লড়াই করতে হয়েছিল একা ৷ অপর এক অনুরাগী তাঁকে প্রশ্ন করেন, 'সেলফ-রেসপেক্ট' এবং 'সেলফ লাভ' বলতে তিনি কী বোঝেন ? সামান্থা জবাবে বলেন," যখন তোমার খুশি অন্যের ওপর নির্ভরশীল হবে না, যখন তুমি নিজেই নিজেকে ভালো রাখতে পারবে ৷ সেটাই নিজের প্রতি ভালোবাসা ও নিজের সম্মান বজায় রাখা ৷"
আরও পড়ুন: 'সিবলিংস ডে'তে ভাইদের নিয়ে আবেগী কিয়ারা-আথিয়া
পাশাপাশি অপর এক অনুরাগী জানতে চান, সাফল্য আর বিফলতাকে জীবনে কীভাবে দেখেন? সামান্থার জবাব, "আমার মনে হয় সাফল্যর থেকে বিফলতা জীবনে সবথেকে বড় শিক্ষা দেয় ৷ বিফলতা সবসময় পরিবর্তন আনে, আরও ভালো করতে অণুপ্রেরণা জোগায় ৷" প্রসঙ্গত, 2021 সালে নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে অভিনেত্রীর ৷ পাশাপাশি একাধিক শারীরিক সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে ৷ কঠিন সেই সময় পেড়িয়ে আজও হাসিমুখে জীবন যুদ্ধের জিয়নকাঠি রেখেছেন নিজের হাতেই ৷ লুকোননি তাঁর অনুরাগীদের কাছেও ৷ অভিনেত্রী সামান্থার এই সততাকে কুর্নিশ জানিয়েছেন অনুরাগীরাও ৷