মুম্বই, 27 সেপ্টেম্বর: নেহা কক্করের 'ও সাজনা' গানের রিক্রিয়েশন নিয়ে এখন চর্চা রীতিমতো তুঙ্গে উঠেছে ৷ কারণ 1999 সালের জনপ্রিয় এই গানটি নেহা যেভাবে গেয়েছেন তাতে খুশি নন অনেকেই ৷ মূল গানটির গায়িকা ছিলেন ফাল্গুনী পাঠক (Falguni Pathak hit O Sajna ) ৷ তিনিও অখুশি ছিলেন নেহার এই কাজ নিয়ে ৷ এবার ফের একবার এই ধরনের জনপ্রিয় গানের রিক্রিয়েশন নিয়ে নিজের মতামত দিলেন তিনি ৷
সম্প্রতি যখন মিরচি প্লাসে ফাল্গুনী পাঠককে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি নেহার নতুন সংস্করণটি দেখেছেন কি? তার উত্তর দিতে গিয়ে তিনি বলেন, "রিক্রিয়েশন কর কিন্তু পদ্ধতি মেনে কর ৷ রিমিক্স আজকাল হচ্ছে এবং ভালোও হচ্ছে, যা আমরাও স্টেজেও গেয়ে থাকি ৷ কিন্তু তুমি সঠিক পদ্ধতি মেনে এটা (গান) কর, আরও ভালো করো তাই না ৷ কেন খামোকা গানগুলোকে নষ্ট করছ (Falguni Pathak says about Neha Kakkar )?"
নেহার গানটি সামনে আসার গর্বা ক্যুইন ফাল্গুনী পাঠক নামক একটি ইনস্টা অ্যাকাউন্টের স্টোরিতে লেখা হয়, "আপনি এতদূর কী করে যেতে পারেন নেহা কক্কর? আমাদের পুরানো ক্লাসিকগুলি নষ্ট করা বন্ধ করুন (new version of O Sajna)। ফাল্গুনী পাঠক হল ওল্ড গ্যাংস্টার । অবিলম্বে এসব বন্ধ করুন ৷"