কলকাতা, 21 মে :অভিনেতাদের নামে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো প্রোফাইল নতুন কোনও খবর নয় । এমন খবর শিরোনামে উঠে আসে প্রায়শই । এবার এই খবরে যুক্ত হল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের নাম (Anirban Bhattacharya Fake Profile Case)। অর্থাৎ পর্দার ব্যোমকেশ বক্সীর নামেই কি না, ফেসবুকে ফেক প্রোফাইল ৷ এই সময়ের ব্যস্ত অভিনেতা অনির্বাণ ৷ তাঁকে নিয়ে আগ্রহের অন্ত নেই মানুষের । অভিযোগ জনৈক নবমিতা সাহা নামের এক মহিলাকে মেসেঞ্জারে টেক্সট করেছেন অনির্বাণ ভট্টাচার্য । তাঁর টেক্সট-এর বয়ান দেখে আঁতকে ওঠেন নবমিতা নামের ওই মহিলা ।
উনি সন্দেহ প্রকাশ করে লেখেন, এই প্রোফাইল আসল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যর কি না ! জবাবে গৌরচন্দ্রিকায় ভাসে অনির্বাণ নামের সেই প্রোফাইল কর্তা । নবমিতা তাঁর অভিনীত ছবি দেখেছেন কি না, তা নিয়েও প্রশ্ন করেন। কথা বেড়ে চলে ৷ প্রোফাইল মেসেজের স্ক্রিনশট অনির্বাণ ভট্টাচার্যকে ট্যাগ করে পোস্ট করেন নবমিতা । যদিও অভিনেতার তরফে কোনও সাড়া মেলেনি এর প্রতিক্রিয়ায় । তবে, প্রোফাইলটি ফেক তা আন্দাজ করা যায় ।