হায়দরাবাদ, 18 মে:'পুষ্পা: দ্য রাইজ' ছবির বিপুল বক্স অফিস সাফল্য়ের পর সুকুমার এখন ব্যস্ত তাঁর এই ছবির পরবর্তী পর্বের কাজ নিয়ে ৷ আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দনা অভিনীত এই ছবির দ্বিতীয় পর্বের নাম হতে চলেছে 'পুষ্পা 2: দ্য রুল' ৷ এই ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে চলেছেন ফাহাদ ফাসিল ৷ ফাহাদের চরিত্রের নাম ভানওয়ার সিং সেখাওয়াত ৷ বৃহস্পতিবার জানা গেল ছবির একটি গুরুত্বপূর্ণ পর্বের শ্য়ুটিং শেষ করেছেন দক্ষিণী অভিনেতা ৷ বৃহস্পতিবার টুইট করে এই খবর জানিয়েছে ছবির প্রযোজনা সংস্থা ৷
প্রথম পর্বের শেষেই আভাস মিলেছিল নতুন অধ্য়ায়ে ভানওয়ার সিং শেখাওয়াত এবং পুষ্পারাজের মধ্য়ে টক্কর রীতিমতো জমে উঠবে ৷ যদিও প্রথম পর্ব মুক্তির আগেই দ্বিতীয় পর্বের বেশ কিছুটা শ্য়ুটিং সেরে রেখেছিলেন সুকুমার ৷ তবে সেই সমস্ত ফুটেজ ফেলে দিয়ে আবার নতুন করে এই ছবিটি বানাচ্ছেন তিনি ৷ সূত্র মারফত এটুকুই খবর মিলেছে ৷ এবার সেই সূত্র ধরেই আরও এক ধাপ এগোল ছবির কাজ ৷ ফাহাদ ফাসিলের সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শ্য়ুট শেষ করলেন নির্মাতারা ৷