তিরুবনন্তপুরম, 27 সেপ্টেম্বর: মালয়ালম চলচ্চিত্র '2018-এভরিওয়ান ইজ আ হিরো' অস্কার 2024-এ ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসাবে নির্বাচিত হয়েছে । 2023 সালে কেরলের বিধ্বংসী বন্যার উপর ভিত্তি করে নির্মিত এই এপিক সারভাইভাল ড্রামা সমালোচকদের কাছ থেকে চমৎকার প্রতিক্রিয়া অর্জন করেছে এবং বক্স অফিসেও সাড়া ফেলেছে । বিপর্যয়ের মুখে কীভাবে বিভিন্ন ক্ষেত্রের মানুষ তাঁদের একতাকে চালিকাশক্তি করে সমবেত হয়েছিলেন, সেই গল্পই তুলে ধরেছে এই ছবি ৷ অস্কার এন্ট্রি পাওয়ায় উচ্ছ্বসিত পরিচালক জুড অ্যান্টনি জোসেফ একান্ত সাক্ষাৎকারে জানালেন তাঁর প্রতিক্রিয়া ৷
2018 সালের বন্যা সম্পর্কে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা এবং যন্ত্রণাদায়ক গল্প জানানোর প্রয়োজনীয়তার কথা উপলব্ধি করে ও তার থেকে অনুপ্রাণিত হয়ে '2018-এভরিওয়ান ইজ আ হিরো' ছবিটি পরিচালনা করেন জুড অ্যান্টনি জোসেফ । ইটিভি ভারতকে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, এই ছবিটি মানুষ পছন্দ করবে বলে তিনি আশাবাদী ছিলেন ৷ তবে তিনি কখনও স্বপ্নেও ভাবেননি যে তাঁর ছবি বিশাল স্বীকৃতি পাবে ।
প্রযোজকদের ধন্যবাদ জানিয়ে উচ্ছ্বসিত জোসেফ বলেন, "অস্কার কখনওই আমার স্বপ্নে ছিল না এবং এখন আমি অস্কারের স্বপ্ন দেখি ৷ আমি খুশি যে আমাদের সিনেমাটি অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে । এটা কখনওই আশা করিনি । এটা (অস্কারের জন্য অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচন) খুবই আশ্চর্যজনক । আমি মুগ্ধ হয়েছি ৷"
জোসেফ আরও বলেন, "আমরা জানতাম যে, ছবিটি মানুষের পছন্দ হবে । তবে, আমি কখনওই এই ধরনের অভ্যর্থনা কল্পনা করিনি । এটি অস্কারের জন্য অফিসিয়াল এন্ট্রি হিসাবে নির্বাচিত হওয়ার মতো কিছু আমি স্বপ্নেও ভাবিনি । আমাদের কঠোর পরিশ্রমের ফল মিলেছে ৷"