পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Bigg Boss OTT 2: ওটিটি'তে 'বিগ বস', সলমনের শো'য়ে এবার সূরজ-ইয়োহানি - Yohani Bigg Boss OTT 2

'বিগ বস ওটিটি সিজন 2'-তে অংশ নিতে চলেছেন মানিকে মাগে হিতে খ্যাত গায়িকা ইয়োহানি ৷ তাঁর সঙ্গে নাম উঠছে সূরজ পঞ্চোলিরও ৷

Bigg Boss OTT 2
সূরজ পঞ্চোলি ইয়োহানি এবার বিগ বস ওটিটি সিজন 2 এ

By

Published : Jun 10, 2023, 8:07 PM IST

মুম্বই, 10 জুন: ভাইজান সলমন খানের উদ্যোগে শুরু হতে চলেছে 'বিগ বস ওটিটি সিজন 2' ৷ ওটিটিতে এই শো'টি শুরু হতে চলেছে আগামী 17 জুন থেকে ৷ এবার শোনা যাচ্ছে এবারের শোয়ে থাকছে বড়সড় চমক ৷ কারণ এই শো'য়ে এবার জুটি আসতে চলেছেন 'মানিকে মাগে হিতে'-খ্যাত ইয়োহানি ৷ অন্যদিকে শোনা যাচ্ছে সূরজ পঞ্চোলির নামও ৷ জিয়া খান আত্মহত্যা মামলায় যিনি কয়েকদিন আগে বেকসুর খালাস হয়েছেন ৷

বিগ বস-এর প্রথম ওটিটি সিজনের সঞ্চালক ছিলেন পরিচালক করণ জোহর ৷ তবে এবার তাঁর জায়গায় আসতে চলেছেন সলমন ৷ এমনিতেই টেলিভিশনের এই বিখ্য়াত শো'টি সঞ্চালনা করেন ভাইজান ৷ এবার ওটিটিতেও তিনিই সামলাবেন সঞ্চালনার দায়িত্ব ৷ গতবার অর্থাৎ প্রথম সিজনের বিজয়ী হিসাবে বেছে নেওয়া হয়েছিল দিব্যা আগরওয়ালকে। প্রসঙ্গত, এবার বিগ বসের ঘরে আসতে পারেন ম্যাচমেকার সীম তাপাডিয়াও ৷ তিনি গতবার বিগ বসের ঘরে এসেছিলেন ৷ প্রতিযোগীদের একে অপরের সঙ্গে কীভাবে সংযোগ স্থাপন করতে হবে তা শিখিয়েছিলেন তিনি ।

সলমনের সঙ্গে সূরজ পাঞ্চোলি ও ইয়োহানি দু'জনেরই আগে থেকে পরিচয় রয়েছে ৷ এর আগে সলমন 'বিগ বস'-এর গত সিজনে (টিভি) অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন গায়িকা ইয়োহানি। তাঁর গান শুনেছিলেন স্বয়ং সলমনও ৷ যা তাঁর বেশ পছন্দ হয়েছিল ৷ অন্য়দিকে সূরজ পাঞ্চোলির সঙ্গেও সলমনের পরিচয় রয়েছে ৷ সূরজের প্রথম ছবির নাম ছিল 'হিরো' ৷ 2015 সালে তাঁর এই প্রথম ছবির ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন সলমন নিজেই ৷

আরও পড়ুন:'আদিপুরুষ' ছবির 10 হাজার টিকিট কিনলেন রাম চরণ

কারা হতে চলেছেন বিগ বস ওটিটি 2-এর প্রতিযোগী? যেটুকু জানা গিয়েছে তাতে সঞ্জয় কাপুরের স্ত্রী মহীপ কাপুর, শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা, কৌতুকাভিনেতা কুনাল কামরা, সূরজ পাঞ্চোলি এবং ইয়োহানির সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলেই খবর । অন্যদিকে, পলক পুরস্বানি, আওয়েজ দরবার, অঞ্জলি অরোরার নাম তো রয়েছেই ।

ABOUT THE AUTHOR

...view details