মুম্বই, 10 জুন: ভাইজান সলমন খানের উদ্যোগে শুরু হতে চলেছে 'বিগ বস ওটিটি সিজন 2' ৷ ওটিটিতে এই শো'টি শুরু হতে চলেছে আগামী 17 জুন থেকে ৷ এবার শোনা যাচ্ছে এবারের শোয়ে থাকছে বড়সড় চমক ৷ কারণ এই শো'য়ে এবার জুটি আসতে চলেছেন 'মানিকে মাগে হিতে'-খ্যাত ইয়োহানি ৷ অন্যদিকে শোনা যাচ্ছে সূরজ পঞ্চোলির নামও ৷ জিয়া খান আত্মহত্যা মামলায় যিনি কয়েকদিন আগে বেকসুর খালাস হয়েছেন ৷
বিগ বস-এর প্রথম ওটিটি সিজনের সঞ্চালক ছিলেন পরিচালক করণ জোহর ৷ তবে এবার তাঁর জায়গায় আসতে চলেছেন সলমন ৷ এমনিতেই টেলিভিশনের এই বিখ্য়াত শো'টি সঞ্চালনা করেন ভাইজান ৷ এবার ওটিটিতেও তিনিই সামলাবেন সঞ্চালনার দায়িত্ব ৷ গতবার অর্থাৎ প্রথম সিজনের বিজয়ী হিসাবে বেছে নেওয়া হয়েছিল দিব্যা আগরওয়ালকে। প্রসঙ্গত, এবার বিগ বসের ঘরে আসতে পারেন ম্যাচমেকার সীম তাপাডিয়াও ৷ তিনি গতবার বিগ বসের ঘরে এসেছিলেন ৷ প্রতিযোগীদের একে অপরের সঙ্গে কীভাবে সংযোগ স্থাপন করতে হবে তা শিখিয়েছিলেন তিনি ।