পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

KK Death Anniversary: কেকে-র মৃত্যুর এক বছর পরেও ফের ট্রোলের মুখে রূপঙ্কর - রূপঙ্কর বাগচি

এক বছর হয়ে গেল কেকে আমাদের মাঝে নেই ৷ গত বছর আজকের দিনেই কলকাতায় কনসার্টের পর আচমকা অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে যান জনপ্রিয় গায়ক ৷ যদিও তাঁর মৃত্যুর এক বছর পরও তাঁকে নিয়ে মন্তব্যের জন্য ট্রোলের শিকার বাংলার গায়ক রূপঙ্কর বাগচি ৷

KK Rupankar Bagchi
KK Rupankar Bagchi

By

Published : May 31, 2023, 7:40 PM IST

কলকাতা, 31 মে:গত বছর ঠিক 31 মে'র সকাল । হঠাৎই ছড়িয়ে পড়ে এক দু:সংবাদ - নেই কেকে । আম ভারতবাসীর প্রিয় গায়ক তিনি । তাঁকে অকালে আচমকা হারিয়ে এক লহমায় শোকস্তব্ধ হয়ে পড়ে দেশ । এরই মধ্যে কেকে-কে নিয়ে বাংলার গায়ক রূপঙ্কর বাগচির নেতিবাচক মন্তব্য চারিদিকে তোলপাড় ফেলে দেয় ৷ এরপর ঘটে গিয়েছে অনেক কিছু ৷ ক্ষমাও চেয়ে নিয়েছেন রূপঙ্কর ৷ কেটে গিয়েছে একটা বছর ৷ তবু আজও সেই বিতর্ক তাঁকে পিছু ছাড়েনি ৷

গত বছর আজকের দিনেই কলকাতায় অনুষ্ঠান করতে এসে বেজায় অসুস্থ হয়ে প্রয়াত হন বলিউডের বিখ্যাত গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে । তাঁর পরপর দুই দিনের কনসার্টে অগণিত মানুষের ভিড়ে তিল ধারণের জায়গা ছিল না নজরুল মঞ্চে । যদিও কেকে-কে নিয়ে মন্তব্য করে রূপঙ্কর বাগচির একটি ভিডিয়ো ঝড় তোলে সোশাল মিডিয়ায় । তাঁর বক্তব্যের নির্যাস ছিল এরকম, "হু ইজ কেকে ? যাঁর জন্য এত ভিড় কলকাতায় ? কোথায়, এখানকার শিল্পীদের জন্য তো এত ভিড় জমান না আপনারা ? এখানকার শিল্পীদের জন্যও ভিড় জমান ।"

তাঁর এই বক্তব্য পেশের পরেই তাঁকে বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয় দিকে দিকে । তাঁর সঙ্গে রোষের মুখে পড়েন রূপঙ্করের স্ত্রী এবং কন্যাও । এরপর ফেসবুক লাইভে এসে সাংবাদিক সম্মেলন করে ক্ষমা চেয়ে নেন শিল্পী । কিন্তু এরপরেও রেয়াত পাননি তিনি । সেই ঘটনার জের চলতে থাকে ৷ দীর্ঘদিন তিনি পাননি গানের অনুষ্ঠান । একটি নামী কোম্পানির জিঙ্গল থেকে বাদ যায় রূপঙ্করের কণ্ঠ ।

কেকে-র মৃত্যুর আজ এক বছর পূরণ হয়ে গেলেও বিতর্ক পিছু ছাড়েনি রূপঙ্করকে । আজকের দিনেও সোশাল মিডিয়ায় ট্রোল হচ্ছেন তিনি । কেউ লিখছেন, ‘হু ইজ রূপঙ্কর ম্যান ?’ আবার কেউ লিখছেন, ‘তোতলা গায়ক’। এই ব্যাপারে তাঁকে ফোন করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া গিয়েছে ।

প্রসঙ্গত, রূপঙ্কর এবং তাঁর স্ত্রী চৈতালি এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন তাঁদের নতুন নাটক ‘চাঁদমারি’র রিহার্সালে । এই নাটক মঞ্চস্থ হবে খুব শীঘ্রই ।

আরও পড়ুন:'বরটা বড়ই বোকা, কেন নড়ল মাথার পোকা ?' কবিতা লিখলেন রূপঙ্কর-জায়া

ABOUT THE AUTHOR

...view details