পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

New Venture Eternal Sounds: ভারতীয় সঙ্গীতকে নতুন দিশা দিতে হাজির 'ইটারনাল সাউন্ডস', আগমনী অনুষ্ঠানে চাঁদেরহাট - New Venture Eternal Sounds

'ইটারনাল সাউন্ডস' নামে একটি নতুন সঙ্গীত সত্ত্বা, যার আনুষ্ঠানিক প্রকাশ হল সম্প্রতি(Eternal Sounds Starts its journey ) । এই চিন্তা ভাবনার মূল রূপকাররা হলেন- উৎসব পারেখ, মায়াঙ্ক জালান , গৌরাঙ্গ জালান এবং বিক্রম ঘোষ ।

Eternal Sounds
ভারতীয় সঙ্গীতকে নতুন দিশা দিতে হাজির 'ইটারনাল সাউন্ডস', আগমনী অনুষ্ঠানে চাঁদেরহাট

By

Published : Nov 18, 2022, 9:38 AM IST

কলকাতা, 18 নভেম্বর:পাঁচ, ছয়, সাত এবং আটের দশক ছিল ভারতীয় সঙ্গীতের স্বর্ণযুগ (New Venture Eternal Sounds) । সেই যুগে সৃষ্ট ধ্রুপদী, চলচ্চিত্র এবং লোকসংগীতের মহান উত্তরাধিকার আজও আমরা বহন করে চলেছি । আর এই চিন্তাভাবনার সঙ্গে এবার মিলে গেল, 'ইটারনাল সাউন্ডস' নামে একটি নতুন সঙ্গীত সত্ত্বা, যার আনুষ্ঠানিক প্রকাশ হল সম্প্রতি । ভারতীয় সঙ্গীতের ঐতিহ্যকে বহন করে নিয়ে যাওয়াই 'ইটারনাল সাউন্ডস'-এর মূল লক্ষ্য (Eternal Sounds Starts its journey)।এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন পপ কুইন ঊষা উত্থুপ। এই চিন্তা ভাবনার মূল রূপকাররা হলেন- উৎসব পারেখ, মায়াঙ্ক জালান , গৌরাঙ্গ জালান এবং বিক্রম ঘোষ । অন্তর্নিহিত আবেগ এবং অন্তর্নিহিত বিশ্বাস থেকেই এই চার সঙ্গীতপ্রেমী জন্ম দিলেন 'ইটারনাল সাউন্ডস'- এর ।

'ইটারনাল সাউন্ডস' নামে একটি নতুন সঙ্গীত সত্ত্বা, যার আনুষ্ঠানিক প্রকাশ হল সম্প্রতি

এদিন পণ্ডিত বিক্রম ঘোষ এদিন বলেন, " 'ইটারনাল সাউন্ডস' -এর দৃষ্টিভঙ্গি স্থায়ী সঙ্গীত তৈরিতে মনোনিবেশ করবে । এখানে উল্লেখ করার মতো কিছু নাম হল হরিহরণ, ঊষা উথুপ, সোনু নিগম, শান, কবিতা শেঠ এবং মহালক্ষ্মী আইয়ার । ধ্রুপদী ঘরানায় আমরা পণ্ডিত বিশ্বমোহন ভট্ট, পণ্ডিত অজয় চক্রবর্তী, ওস্তাদ রশিদ খান, পণ্ডিত রনু মজুমদারের সঙ্গে কাজ করব । আরও অনেকে আছেন যাঁদের সঙ্গে আমরা অনেক নতুন সুরের জন্ম দেব । আমরা জন ম্যাক লাফলিন, নোরাহ জোন্স, রিকি কেজ, অনুষ্কা শঙ্কর, গ্রেগ এলিস, স্টিভের মতো কয়েকজন বিশিষ্ট শিল্পীর সঙ্গে বেশ কয়েকটি আন্তর্জাতিক কাজও করতে চাই। যে সৃষ্টি ভারতকে গ্র্যামি এনে দিতে পারে। "

এই উপলক্ষে মায়াঙ্ক জালান বলেন, “আমরা এমন সঙ্গীত তৈরি করতে চাই, যা ভারতীয় সঙ্গীতের পুরো ঐতিহ্যকে তুলে ধরে । সমকালীন ট্রেন্ড মেনে তাৎক্ষণিক হিট গান তৈরি করা আমাদের উদ্দেশ্য নয় । আশা করি আগামী বছরগুলোতে আমরা আমাদের শ্রোতাদের অনেক মূল্যবান সঙ্গীত উপহার দিতে পারব ।”

উৎসব পারেখ বলেন, “ ইটারনাল সাউন্ডস-এ, আমরা বিশ্বাস করি যে মহান প্রতিভা চিরকালই বিদ্যমান। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে লোকেরা এখনও সমস্ত ঘরানার মানসম্পন্ন সংগীতের দুর্দান্ত স্বাদের জন্য অপেক্ষা ।"

আরও পড়ুন:অভিনেত্রী থেকে রাজনীতিবিদ, একান্ত আড্ডায় নানা রঙে ধরা দিলেন সায়নী

গৌরাঙ্গ জালান বলেন, “ইটারনাল সাউন্ডস-এর ভবিষ্যত নিয়ে আমরা আশাবাদী এবং স্থায়ী সঙ্গীত তৈরিতে মনোনিবেশ করব। চির তারুণ্যে ভরপুর গায়ক হরিহরণ জি'র সঙ্গে পাঁচটি গানের একটি রোমান্টিক অ্যালবাম আমরা শীঘ্রই প্রকাশ করব।"

ABOUT THE AUTHOR

...view details