হায়দরাবাদ, 21 নভেম্বর:নিউইয়র্কে বসেছে 51তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান ৷ পুরস্কারের দৌঁড়ে ছিলেন জিম শর্ভ, বীর দাস, শেফালি শাহ-সহ একাধিক বলিউড তারকা ৷ 20টি দেশের ছবি, 14টি ভিন্ন বিভাগের প্রতিযোগিতার দৌঁড়ে অংশগ্রহণ করেছিল ৷ প্রকাশ্যে এসেছে বিজেতাদের তালিকা ৷ সেখানে বিদেশের মাটিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন বলিউড তারকারা ৷
চলতি বছর আন্তর্জাতিক এমি পুরস্কার অনুষ্ঠানে কমেডি শোয়ের জন্য সেরার পুরস্কার পেয়েছেন কমেডিয়ান বীর দাস ৷ তাঁর শো 'বীর দাস: ল্যান্ডিং' কেড়ে নিয়েছে দর্শকদের মন ৷ মূলত, বীরের এই অ্যাওয়ার্ড ভাগ করে নিয়েছেন আরও এক তারকা ৷ হ্যাটট্রিক প্রযোজনা সংস্থা দ্বারা প্রযোজিত ডেরি গার্লস শো জিতেছে এই পুরস্কার ৷ আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসয়ের সোশাল হ্যান্ডেলে এই খবর জানানো হয়েছে ৷ বলা হয়েছে, "কমেডি পুরস্কারে টাই হয়েছে ৷"
বীর দাসের কেরিয়ারে এই পুরস্কার গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে। 'বীর দাস: ল্যান্ডিং'- এর প্রিমিয়ার ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-এ হয়েছিল ৷ বীর দাসের শো ছাড়াও প্রতিযোগিতায় ছিল ফ্রান্সের 'লা ফ্ল্যাম্বো', আর্জেন্টিনার 'এল এনকারগাডো' এবং ইংল্যান্ডের 'ডেরি গার্লস- সিজন 3'। আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের দিন বীর দাসকে দেখা গিয়েছে বন্ধগলা কালো পোশাকে ৷
পাশাপাশি পরিচালক একতা কাপুর সম্মানিত হয়েছেন ডিরেকটোরেট পুরস্কারে ৷ সোশাল মিডিয়ায় পরিচালক একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ লিখেছেন, "ভারত আমি তোমার এমি ঘরে এনেছি ৷" ভারতে প্রথম কোনও মহিলা পরিচালক হিসাবে 51তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে আন্তর্জাতিক এমি ডিরেক্টরেট অ্যাওয়ার্ড পেয়েছেন একতা কাপুর ৷