হায়দরাবাদ, 5 অক্টোবর:অভিনেতা রণবীর কাপুরের পর এবার ইডি সমন পাঠাল হাস্য কৌতুক শিল্পী কপিল শর্মা এবং অভিনেত্রী হুমা কুরেশিকেও ৷ এর আগেই জানা গিয়েছিল মহাদেব বেটিং অ্যাপ মামলায় শুধু রণবীর কাপুর নয়, ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের নজর রয়েছে আরও একাধিক বলিউড তারকার ওপর ৷ সেই মামলাতেই এবার জিজ্ঞাসাবাদের জন্য অভিনেতা কপিল শর্মা এবং অভিনেত্রী হুমা কুরেশিকে ডেকে পাঠাল ইডি ৷
এর আগে রণবীর কাপুরকে এই বেটিং অ্যাপ সংক্রান্ত মামলাতেই জিজ্ঞাসাবাদের জন্য় ডেকে পাঠানো হয় ৷ আগামী 6 অক্টোবর তাঁর ইডির অফিসে হাজিরা দেওয়ার কথা ৷ কিন্তু কী এই মহাদেব বেটিং অ্যাপ? এটি একটি গেমিং অ্যাপ ৷ যেখানে গড়াপেটা করার অভিযোগ উঠেছে ৷ অ্যাপের মালিক সৌরভ চন্দ্রকর ৷ সম্প্রতি দুবাইতে তাঁর বিয়েতে কোটি কোটি টাকা খরচ করা হয় ৷ ইডি আধিকারিকদের দাবি এই জমকালো অনুষ্ঠানের জন্য হাওয়ালার মাধ্যমে পাঠান হয়েছে 100 কোটিরও বেশি টাকা ৷