কলকাতা, 10 মার্চ: মীনাক্ষি মুখোপাধ্যায় এখন অতীত । মোহরকে নিয়ে জীবনের নতুন পথচলা শুরু করলেন গায়ক দুর্নিবার সাহা । ইন্ডাস্ট্রির বেশ কিছু নামজাদা মানুষের উপস্থিতিতেই বিয়ে সারলেন মোহর এবং দুর্নিবার ৷ এই তালিকা সবার আগে ছিলেন যিনি, তিনি হলেন ইন্ডাস্ট্রির সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । বাকিদেরও দেখা গেল বিয়ের আনন্দে মেতে উঠতে। শুভদৃষ্টি থেকে মালা বদল- মোহর এবং দুর্নিবারের পাশে তিনি সর্বদা ছায়ার মতো ছিলেন। রীতিমতো আগলে রেখেছিলেন দু'জনকে । এদিন শঙ্খ বাজাতেও দেখা যায় ইন্ডাস্ট্রির বুম্বাদাকে (Prosenjit And Others At Durnibar-Mohor Wedding)।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এদিন আসেন ছেলে তৃষাণজিৎকে সঙ্গে নিয়ে । হাজির ছিলেন পল্লবী চট্টোপাধ্যায়ও । নবদম্পতির প্রতি শুভেচ্ছা জানিয়ে প্রসেনজিৎ সামাজিক মাধ্যমে লেখেন, "দু'জনের জন্য অসংখ্য শুভেচ্ছা ও আশীর্বাদ রইলো দাদার তরফ থেকে । ভালো থেকো ।" মোহর, দুর্নিবারের বিয়েতে হাজির ছিলেন অভিনেতা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, সিনেমাটোগ্রাফার মধুরা পালিত, অভিনেতা অনুভব কাঞ্জিলাল-সহ আরও অনেকে ।