মুম্বই, 13 অক্টোবর: 'সালার' নাকি 'ডাঙ্কি' বক্স অফিসে কি সম্মুখ সমরে দেখা যাবে প্রভাস-শাহরুখ খানকে? কয়েকদিন আগেই কিং খান জানিয়েছিলেন তিনি 'ডাঙ্কি' নিয়ে হাজির হতে চলেছেন এই ক্রিসমাসেই ৷ একই সময়ে মুক্তি পেতে চলেছে 'সালার' ছবিটিও ৷ তাই বক্স অফিসে এই বিগ ব্যাটেল দেখার জন্য় রীতিমতো মুখিয়ে রয়েছেন সকলেই ৷ এরই মাঝে শুক্রবারে নেটপাড়ায় চাউর হয় জল্পনা ৷ ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়নের মতো অনেকেই জানান, হয়তো পিছোতে পারে 'ডাঙ্কি' মুক্তির দিনক্ষণ ৷ কিন্তু এই জল্পনার অবসান ঘটাল শাহরুখের টিম ৷
টুইটারে(বর্তমান নাম এক্স) টিমের তরফে জানানো হয়েছে, সময়মতোই মুক্তি পেতে চলেছে শাহরুখের এই ছবি ৷ শুধু তাই নয় রাজকুমার হিরানি তাঁর এই নতুন ছবির টিজারও নিয়ে আসবেন খুব তাড়াতাড়ি ৷ অর্থাৎ, আগামী 25 ডিসেম্বর প্রভাস-শাহরুখের সম্মুখ সমর দেখার জন্য প্রস্তুত থাকতে হবে সিনে অনুরাগীরা ৷
এর আগে বক্স অফিস বিগ ব্যাটেলে মুখোমুখি হয়েছিলেন অক্ষয় কুমার এবং সানি দেওল ৷ কিন্তু দু'টি ছবিই সমানভাবে দর্শকের নজর কেড়েছিল ৷ যেমন 'গদর 2' ছবিটি পছন্দ করেছিলেন সকলে তেমনই 'ওএমজি 2' ছবিটিও বেশ ভালো আয় করেছিল বক্স অফিসে ৷ আবার অন্যদিকে এই দুই ছবির চাপে তেমন জায়গা করে নিতে পারেনি অভিষেক বচ্চনের 'ঘুমর' ছবিটি ৷ সুতরাং বলাই যায়, বক্স অফিসে কার চাপে কোন ছবি মুখ থুবড়ে পড়বে তা দেখার জন্য অপেক্ষা ছাড়া গতি নেই ৷
আরও পড়ুন:প্রভাসের সঙ্গে বিরোধে না! পিছোতে পারে শাহরুখের 'ডাঙ্কি' মুক্তি
তবে শাহরুখ ইতিমধ্যেই এই বছর বক্স অফিসে সিংহাসন দখল করেছেন ৷ পরপর তিনি উপহার দিয়েছেন দু'টি 1000 কোটির ছবি ৷ 'জওয়ান' ছবির ব্যবসা তো 1100 কোটি ছাড়িয়েছে ৷ তাই তাঁর আগামী ছবি কেমন হবে, তা দেখার জন্য় মুখিয়ে রয়েছেন সকলেই ৷ অন্যদিকে 'সালার' ছবির হাত ধরে ফের একবার কামব্যাকের স্বপ্ন দেখছেন প্রভাসও ৷