পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বড়দিনে জোর টক্কর, দেশে অগ্রিম বুকিংয়ে শাহরুখের ডাঙ্কির থেকে সামান্য এগিয়ে প্রভাসের সালার - শাহরুখ খান

Dunki vs Salaar advance booking: ডাঙ্কি বনাম সালার রিলিজ সংঘর্ষের উত্তাপ ইতিমধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে বক্স অফিসে ৷ দুটি ছবিরই অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে ৷ ভারতে অগ্রিম বুকিং-এর ক্ষেত্রে শাহরুখ খানের ডাঙ্কির থেকে কিছুটা এগিয়ে রয়েছে প্রভাসের সালার ৷

Dunki vs Salaar advance booking
ডাঙ্কি বনাম সালার

By ETV Bharat Bangla Team

Published : Dec 17, 2023, 4:08 PM IST

হায়দরাবাদ, 17 ডিসেম্বর: আসন্ন বড়দিনের মরশুমে বক্স অফিসে জোর টক্কর ৷ বছর শেষে একইসঙ্গে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ডাঙ্কি ও প্রভাসের সালার ৷ প্রারম্ভিক ইঙ্গিত যা মিলেছে তাতে দেখা যাচ্ছে, প্রভাসের ফিল্মটি দেশে অগ্রিম বুকিং-এর ক্ষেত্রে সামান্য হলেও এগিয়ে রয়েছে ৷ তবে ভারতে দ্রুত আকর্ষণ বাড়ছে রাজকুমার হিরানি পরিচালিত শাহরুখের ডাঙ্কিরও ৷

ডাঙ্কি অগ্রিম বুকিং সংগ্রহ

শাহরুখ খান তাঁর 2023 সালের তৃতীয় ছবি ডাঙ্কি মুক্তির প্রস্তুতি নিচ্ছেন ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার সাকনিল্কের মতে, এই ছবি এখনও পর্যন্ত অগ্রিম বুকিং থেকে 1.44 কোটি টাকা আয় করেছে ৷ রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিতে কিং খানের পাশাপাশি অভিনয় করেছেন তাপসী পান্নু এবং ভিকি কৌশল । জানা গিয়েছে, 3,126টি হিন্দি শো জুড়ে ডাঙ্কির মোট 39,954টি টিকিট বিক্রি হয়েছে । আসন্ন দিনগুলি চলচ্চিত্রের উদ্বোধনী দিনের পারফরম্যান্স নির্ধারণে গুরুত্বপূর্ণ, কারণ এটি প্রভাসের সালার: পার্ট 1 - সিজফায়ারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়েছে ৷

বাণিজ্য বিশ্লেষক সুমিত কাদেল টুইটারে উল্লেখ করেছেন, "ডাঙ্কির প্রাথমিক প্রাক-বিক্রি চিত্তাকর্ষক । ইতিমধ্যে জাতীয় চেইন মাল্টিপ্লেক্সে ফিল্মটির 10,000টি টিকিট বিক্রি হয়ে গিয়েছে ৷ দেশের বাইরেও ইতিবাচক সাড়া মিলেছে ৷ এই গতি চলতে থাকলে, 2023 সালের চূড়ান্ত অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে ডাঙ্কি শীর্ষ চলচ্চিত্রগুলিকে চ্যালেঞ্জ করতে পারে । আগামী তিন দিনে ছবিটা পরিষ্কার হবে ।"

সালার অগ্রিম বুকিং সংগ্রহ

ইতিমধ্যে সালার অগ্রিম বুকিংয়ে 1.55 কোটি টাকার বেশি আয় করেছে । এর মধ্যে তেলেগুতে 1.1 কোটি টাকা, মালায়লামে 35.3 লাখ টাকা, তামিল ভাষায় 23.8 লাখ টাকা এবং কন্নড় ভাষায় 28.3 লাখ টাকা ৷ হিন্দিতে 350টি শোয়ের জন্য 2,303 টি টিকিট বিক্রি হয়েছে, যার থেকে আয়ের পরিমাণ 5.7 লক্ষ টাকা । এই ছবি 1,398টি শো জুড়ে মোট 75,817 টি টিকিট বিক্রি করেছে, যার মোট অগ্রিম বুকিং ব্যবসা 1.55 কোটি টাকা ৷

সালার বনাম ডাঙ্কি রিলিজ সংঘর্ষ

প্রশান্ত নীল পরিচালিত সালারে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস এবং পৃথ্বীরাজ সুকুমারন ৷ 22 ডিসেম্বর এই ছবি মুক্তি পাচ্ছে ৷ 21 ডিসেম্বর ডাঙ্কি মুক্তি পাওয়ার ঠিক একদিন পর । উল্লেখ্য, এই নিয়ে দ্বিতীয়বার হম্বেল ফিল্মস প্রোডাকশনের সঙ্গে শাহরুখের ফিল্ম প্রায় একসঙ্গে মুক্তি পেয়ে বক্স অফিসে মুখোমুখি সংঘর্ষে । 2018 সালে হম্বেল ফিল্মসের কেজিএফ ও এসআরকে-র জিরোর টক্কর দেখেছে বক্স অফিস ৷ তবে সে ক্ষেত্রে জিরোকে টেক্কা দিয়ে একাধিপত্য বিস্তার করে কেজিএফ ৷

আরও পড়ুন:

  1. শিরডি মন্দিরে মেয়ে সুহানার সঙ্গে শাহরুখ, ডাঙ্কি মুক্তির আগে সাঁই বাবার দর্শনে বাদশা
  2. শুরু 'ডাঙ্কি'র কাউন্টডাউন, নতুন পোস্টার শেয়ার করে দর্শকদের বার্তা কিং খানের
  3. প্রভাস-পৃথ্বীরাজের পাশে এসএস রাজামৌলি, 'সালার' ছবির প্রথম টিকিট কেটে ফ্রেমবন্দি তিন তারকা

ABOUT THE AUTHOR

...view details