হায়দরাবাদ, 17 ডিসেম্বর: আসন্ন বড়দিনের মরশুমে বক্স অফিসে জোর টক্কর ৷ বছর শেষে একইসঙ্গে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ডাঙ্কি ও প্রভাসের সালার ৷ প্রারম্ভিক ইঙ্গিত যা মিলেছে তাতে দেখা যাচ্ছে, প্রভাসের ফিল্মটি দেশে অগ্রিম বুকিং-এর ক্ষেত্রে সামান্য হলেও এগিয়ে রয়েছে ৷ তবে ভারতে দ্রুত আকর্ষণ বাড়ছে রাজকুমার হিরানি পরিচালিত শাহরুখের ডাঙ্কিরও ৷
ডাঙ্কি অগ্রিম বুকিং সংগ্রহ
শাহরুখ খান তাঁর 2023 সালের তৃতীয় ছবি ডাঙ্কি মুক্তির প্রস্তুতি নিচ্ছেন ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার সাকনিল্কের মতে, এই ছবি এখনও পর্যন্ত অগ্রিম বুকিং থেকে 1.44 কোটি টাকা আয় করেছে ৷ রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিতে কিং খানের পাশাপাশি অভিনয় করেছেন তাপসী পান্নু এবং ভিকি কৌশল । জানা গিয়েছে, 3,126টি হিন্দি শো জুড়ে ডাঙ্কির মোট 39,954টি টিকিট বিক্রি হয়েছে । আসন্ন দিনগুলি চলচ্চিত্রের উদ্বোধনী দিনের পারফরম্যান্স নির্ধারণে গুরুত্বপূর্ণ, কারণ এটি প্রভাসের সালার: পার্ট 1 - সিজফায়ারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়েছে ৷
বাণিজ্য বিশ্লেষক সুমিত কাদেল টুইটারে উল্লেখ করেছেন, "ডাঙ্কির প্রাথমিক প্রাক-বিক্রি চিত্তাকর্ষক । ইতিমধ্যে জাতীয় চেইন মাল্টিপ্লেক্সে ফিল্মটির 10,000টি টিকিট বিক্রি হয়ে গিয়েছে ৷ দেশের বাইরেও ইতিবাচক সাড়া মিলেছে ৷ এই গতি চলতে থাকলে, 2023 সালের চূড়ান্ত অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে ডাঙ্কি শীর্ষ চলচ্চিত্রগুলিকে চ্যালেঞ্জ করতে পারে । আগামী তিন দিনে ছবিটা পরিষ্কার হবে ।"