পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'ইন্তেজার খতম হুয়া', বাদশাহি কায়দায় 'ডাঙ্কি'র রঙিন ট্রেলার শেয়ার করলেন কিং খান - বলিউড বাদশা

Dunki Trailer Out: চলতি বছরে পরপর দু'টি ধামাকা উপহার দিয়ে ফেলেছেন শাহরুখ খান। জানুয়ারি মাসে পাঠান আর সেপ্টেম্বরে জওয়ান বক্স অফিসে সুপার ডুপার হিট। এবার ডিসেম্বরে আসছে ডাঙ্কি ৷ তারই আজ ট্রেলার চলে এল ৷ সোশাল মিডিয়ায় শেয়ার করলেন কিং খান ৷ দেখে নিন কেমন হল বাদশার আসন্ন ছবির ট্রেলার...

ডাঙ্কির ট্রেলার
Dunki Trailer Out

By ETV Bharat Bangla Team

Published : Dec 5, 2023, 10:48 AM IST

Updated : Dec 5, 2023, 11:31 AM IST

হায়দরাবাদ, 5 ডিসেম্বর: বছরের শুরুতে 25 জানুয়ারি পাঠান দিয়ে বড়পর্দায় কামব্যাক করেছিলেন বলিউড বাদশা। তারপর বছরের মাঝামাঝি এসেছে জওয়ান। এবার বছরের শেষে আসার পালা নতুন ছবি 'ডাঙ্কি'র। 22 ডিসেম্বর বড়দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বাদশা অভিনীত ডাঙ্কি ৷ আজ, মঙ্গলবার প্রেম-বন্ধুত্ব-নস্ট্যালজিয়ায় ভরা বিদেশ যাত্রার স্বপ্ন নিয়ে ছবির ট্রেলার চলে এল প্রকাশ্য ৷ শাহরুখ খান খানিক আগেই এক্সে ডাঙ্কির ট্রেলার শেয়ার করলেন ৷ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে ভিকি কৌশল, তাপসী পান্নু , বমন ইরানি। 21 ডিসেম্বর মুক্তি পাবে ছবি। দেখে নিন ছবির ট্রেলার ৷

এদিন এক্সে তাঁর আসন্ন ছবি ডাঙ্কির ট্রেলার শেয়ার করে এক্সে লিখলেন, "এটি আপনাকে বন্ধুত্বের পাগলোপনা জীবনযাপনের মধ্য দিয়ে নিয়ে যাবে ৷ কমেডি, ট্র্যাজেডি এবং বাড়ি ও পরিবারের জন্য একটি নস্টালজিয়া।" এরপর তিনি লিখেছেন, ইন্তেজার খাতাম হুয়া, হ্যাশট্যাগ ডাঙ্কি ড্রপ4-এখনই আউট!ডাঙ্কি 21 ডিসেম্বর, 2023-এ বিশ্বব্যাপী সিনেমাহলে মুক্তি পাচ্ছে।"

দেশীয় ভাষা না-জেনে যদি ব্রিটিশরা ভারতে এসে শাসন চালাতে পারে তাহলে ইংরেজি না-জেনে বিদেশে কেন যাওয়া সম্ভব নয়! সেই প্রশ্ন প্রথমেই তুলে ধরেছেন পরিচালক রাজকুমার হিরানি। গল্পটি পঞ্জাব গ্রামের চার বন্ধুকে ঘিরে তুলে ধরেছেন পরিচালক ৷ তাঁদের ইচ্ছা ইংল্যান্ড ভ্রমণের। ভিসা এবং টিকিট না-থাকা সত্ত্বেও, কীভাবে ওই বন্ধুরা তাঁদের স্বপ্নপূরণ করার চেষ্টা করবে তা ধুলে ধরা হয়েছে। শেষমেশ হাজারো প্রতিকূলতা পার করে স্বপ্নপূরণ কি হবে তাঁদের?

ছবিতে শাহরুখ রয়েছেন হার্ডির চরিত্রে। আর তাপসী মানুর ভূমিকায়। শাহরুখ-তাপসী ছাড়াও এ ছবির অন্যতম আকর্ষণ ভিকি কৌশল। অভিনয় করেছেন সুখির চরিত্রে। এর পাশাপাশি বুগ্গু আর বল্লির চরিত্রে অভিনয় করেছেন বিক্রম কোচর ও অনিল গ্রোভার। এই পাঁচজনকে কেন্দ্র করেই এগোবে গল্প। এছাড়াও ছবিতে রয়েছেন বোমন ইরানি, ধর্মেন্দ্র, সতীশ শাহ, মতো অভিনেতা ৷ পাঠান এবং জওয়ানের সাফল্যের পর, ডানকি এই বছরে শাহরুখ খানের তৃতীয় রিলিজ হিসাবে সামনে আসবে। 21 ডিসেম্বরের ছবিটি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ।

আরও পড়ন:

  1. ঘরে ফেরার গান শোনালেন রাজকুমার-শাহরুখ, সোনু নিগমের জাদুতে আবেগি নেটপাড়া
  2. টিকিট না কেটে 'ডাঙ্কি' উপায়ে সিনেমা দেখার বুদ্ধি দিলেন শাহরুখ, জানালেন 'টপ' সিক্রেট কথা
  3. বক্স অফিসে শাহরুখ-প্রভাসের সঙ্গে লড়াই থেকে পিছু হটল 'মেরি ক্রিসমাস', ঘোষিত নতুন তারিখ
Last Updated : Dec 5, 2023, 11:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details