পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ঘরে ফেরার গান শোনালেন রাজকুমার-শাহরুখ, সোনু নিগমের জাদুতে আবেগি নেটপাড়া - সোনু নিগম

Dunki drop 3 New Song: 21 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে রাজকুমার হিরানি পরিচালিত ও শাহরুখ খান অভিনীত 'ডাঙ্কি' ৷ মুক্তি পেল ছবির নতুন গান ৷

Etv Bharat
ঘরে ফেরার গান শোনালেন রাজকুমার-শাহরুখ

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2023, 8:03 PM IST

হায়দরাবাদ, 1 ডিসেম্বর: ট্রেলারের পর গানে চমক রাখছে রাজকুমার হিরানি ও শাহরুখ খান আসন্ন ছবি 'ডাঙ্কি'-তে ৷ 'লুটপুট গয়া'র পর এবার প্রকাশ্যে নতুন গান 'নিকলে থে কভি হাম ঘর সে...' ৷ ঘর ছাড়া শাহরুখ খান ও তাঁর সঙ্গী তাপসী পান্নু, ভিকি কৌশলদের ঘরে ফেরার বার্তা দেয় এই গান ৷

গানটি লিখেছেন জাভেদ আখতার ৷ গেয়েছেন সোনু নিগম ৷ শাহরুখ খান গানটি মুক্তির পরেই এক্সবার্তায় লিখেছেন, "এই গানটা আমি শেয়ার করছি মন থেকে ৷ রাজু আর সোনু আমার নিজের পরিবারের একটা অংশ ৷ আর এই গান যা তাঁরা কম্পোজ করেছে, অসাধারণ ৷ এই গান আসলে আমাদের পরিবারের প্রতিটি সদস্যদের জন্য ৷ এই গান আমাদের ধরিত্রীর কথা বলে ৷ এই গান নিজের দেশে ভালো থাকার কথা বলে ৷ কখনও কখনও আমরা ঘর ছেড়ে, গ্রাম ছেড়ে, শহর ছেড়ে ভালো জীবনের খোঁজে দৌড়ে বেড়াই ৷ কিন্তু আমাদের মনে সবসময় থাকে ফেলে আসা সেই ঘর.. সেই দেশ... ৷ ডাঙ্কি ছবিতে এই গান আমার সবচেয়ে প্রিয় ৷"

90-এর দশক থেকে গানের জগতে রাজত্ব করে চলেছেন সঙ্গীতশিল্পী সোনু নিগম ৷ লাল সিং চাড্ডা, শেহজাদার পর এবার ডাঙ্কি ছবিতে গান গাইলেন সোনু ৷ সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম ৷ ছবিতে শাহরুখ খান ও তাঁর সঙ্গীদের জার্নি তুলে ধরা হয়েছে এই গানের মধ্য দিয়ে ৷ উল্লেখ্য, শাহরুখ ও তাপসী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ভিকি কৌশল, বিক্রম কোছার, অনিল গ্রোভার, বোমান ইরানি-সহ আরও অনেককেই ৷ চিত্রনাট্য লিখেছেন অভিজিৎ জোশি, রাজকুমার হিরানি ও কণিকা ধিলন ৷ 21 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'ডাঙ্কি' ৷

ABOUT THE AUTHOR

...view details