পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

শাহরুখের ছবিতে ফের অরিজিৎ-প্রীতম ম্যাজিক! মুক্তি পেল 'ডানকি'র নতুন গান 'ও মাহি' - কণ্ঠ দিলেন অরিজিৎ সিং

SRK Dunki New Song: মুক্তি পেল 'ডানকি' ছবির নতুন গান 'ও মাহি' ৷ কণ্ঠ দিলেন অরিজিৎ সিং ৷ সুর দিলেন প্রীতম ৷ অরিজিৎ, প্রীতম ও শাহরুখ খানের জুটিতে ফের একবার তৈরি হল ম্যাজিক ৷ দাবি নেটিজেনদের ৷

dunki drop 5
ডানকি ছবির নতুন গান ও মাহি

By ETV Bharat Bangla Team

Published : Dec 12, 2023, 8:55 AM IST

Updated : Dec 12, 2023, 9:14 AM IST

হায়দরাবাদ, 11 ডিসেম্বর:'পাঠান আভি জিন্দা হ্য়ায়' সংলাপের মাধ্যমে বছরটা শুরু করেছিলেন শাহরুখ খান ৷ মাঝপর্বে আসতে আসতে সেটা বদলে হয়ে গিয়েছিল 'ম্যায় যব ভিলেন বানতা হুঁ না...' ৷ 'পাঠান' থেকে 'জওয়ান' পরপর দু'বার নিন্দুকদের ক্লিন বোল্ড করেছেন কিং খান ৷ এখন সকলেই অপেক্ষায় রয়েছেন তাঁর এই বছরের তৃতীয় ছবি 'ডানকি'র জন্য ৷ ছবির জন্য তিনি জুটি বেঁধেছেন রাজকুমার হিরানির সঙ্গে ৷ ইতিমধ্যেই ছবির টিজার এবং ট্রেলার দেখে ফেলেছেন অনুরাগীরা ৷ 21 ডিসেম্বর ছবি মুক্তির আগে অনুরাগীদের জন্য আরও একটি উপহার নিয়ে হাজির বলিউডের বেতাজ বাদশা ৷ সোমবার মুক্তি পেল 'ডানকি: ড্রপ 5' ৷ কি রয়েছে এবারের ড্রপে? মুক্তি পেল ছবির নতুন গান 'ও মাহি' ৷

ছবির অ্যানাউন্সমেন্ট ভিডিয়োতেই শাহরুখকে হিরানি প্রতিশ্রুতি ছবিতে রোম্যান্স, হাসি, তামাশা, অ্যাকশন যা যা তিনি চান সবই আছে ৷ ট্রেলার দেখার পরেও সেরকমই ধারণা হয়েছে সকলের ৷ অ্যাকশন ছবির গল্পেও থাকছে একটা অন্য ধরনের বার্তা ৷ নতুন গানেও সেই বার্তাই দিলেন রাজকুমার ৷ এই গানের কথা লিখেছেন ইরশাদ কামিল ৷ সুর দিয়েছেন প্রীতম ৷ আর কণ্ঠ দিয়েছেন বাংলার ঘরের ছেলে অরিজিৎ সিং ৷

'ও মাহি' শুনে অনেকেই বলছেন 'চান্দা মেরে আ' গানের সেই পুরোনো অরিজিতকে আবারও ফিরে পেয়েছেন তাঁরা ৷ নেটপাড়ায় অনেকেই লিখেছেন, "এটা গান নয় শাহরুখ ফ্যানেদের জন্য নস্টালজিক অনুভূতি ৷" আবার কেউ লিখেছেন, "আপনি বলিউডকে এড়িয়ে যেতেই পারেন কিন্তু শাহরুখ এবং অরিজিৎ সিংয়ের জুটিকে এড়িয়ে যেতে পারবেন না ৷" আবার কারও দাবি, "একেবারে 2010 সালের আগের গানের মতো শোনালো ৷ প্রীতম স্য়রের নস্টালজিক ভাইবস পেলাম ৷"

শাহরুখ খানের সঙ্গে গানের দৃশ্যে দেখা গিয়েছে তাপসী পান্নুকে ৷ দু'জনের রোম্যান্টিক কেমিস্ট্রি গানটির সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে ৷ ছবিটি তৈরি হয়েছে এমন কিছু তরুণকে নিয়ে যারা বিদেশ যেতে চায় ৷ তাদের একজন হার্ডি ৷ তার প্রেমিকার নাম মন্নু ৷ এদের নিয়েই তৈরি হয়েছে এই কাহিনি ৷ রয়েছে আরও কয়েকজন তরুণ ৷ তাদের মূল সমস্যা ইংরেজিতে তারা কেউই ভালো নয় ৷ কীভাবে বিদেশ পৌঁছবে তারা ৷ পারবে স্বপ্নের মাটিতে পা রেখে নতুন গল্প বুনতে ৷ তুলে ধরবে এই কাহিনি ৷ টুইস্ট রয়েছে অনেক ৷ তা জানা যাবে 21 ডিসেম্বরই ৷

আরও পড়ুন:

  1. 29 বছরের ছোট নায়িকার সঙ্গে বৈবাহিক ধর্ষণের দৃশ্য, 'অ্যানিম্যাল' ছবির পাশবিক অধ্যায় নিয়ে নীরবতা ভাঙলেন ববি
  2. বাংলা ছবিতে কাজ করতে চান, কলকাতা চলচ্চিত্র উৎসবে এসে ইচ্ছে প্রকাশ মনোজ বাজপেয়ীর
  3. স্কুল জীবনের নস্টালজিয়া উসকে দিতে কবে আসছে 'ইমম্যাচিওর 3'?
Last Updated : Dec 12, 2023, 9:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details