পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ফের জুটিতে অরিজিৎ ও শাহরুখ, মুক্তি পেল 'ডানকি'র প্রথম গান - lutt putt gaya out now

Dunki Song Lutt Putt Gaya: মুক্তি পেল রাজকুমার হিরানি এবং শাহরুখ খানের নতুন ছবি 'ডানকি'র প্রথম গান ৷ 'লুটপুট গেয়া' নামক এই গানে কন্ঠ দিয়েছেন বাঙালি গায়ক অরিজিৎ সিং ৷

Dunki song Lutt Putt Gaya
ফের জুটিতে অরিজিৎ ও শাহরুখ

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 6:51 PM IST

হায়দরাবাদ, 22 নভেম্বর:রাজকুমার হিরানি এবং শাহরুখ খান এই জুটিকে দেখার জন্য মুখিয়ে ছিলেন অনুরাগীরা ৷ বেশ কয়েক বছর পর অবশেষে পূর্ণ হয়েছে এই স্বপ্ন ৷ ছবির নাম 'ডানকি' ৷ টিজার মুক্তির পর আগ্রহ আরও কয়েকগুন বেড়ে গিয়েছে এই ছবি নিয়ে ৷ অভিবাসীদের নিয়ে তৈরি হতে চলেছে এই ছবি ৷ বুধবার মুক্তি পেল ছবির প্রথম গান 'লুটপুট গেয়া' ৷ কন্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ৷

স্বানন্দ কিরকিরে এবং আইপি সিংহের লেখা এই গানে শাহরুখ এবং তাপসী পান্নুর কেমিস্ট্রিটাই আসল ৷ তাঁদের রোম্যান্সও বেশ নজর কাড়া ৷ 'লুটপুট গেয়া' গানে সুর দিয়েছেন প্রীতম ৷ এর আগের ছবি 'জওয়ান'-এর ক্ষেত্রে ছবি পছন্দ হলেও গানগুলি অনেকেরই পছন্দ হয়নি ৷ আর তাই এই ছবির গানও ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ছবির জন্য় ৷

প্রথম গানে ধরা পড়ল হার্ডি অর্থাৎ শাহরুখ এবং মন্নু অর্থাৎ তাপসীর প্রেমের কাহিনি ৷ হার্ডি তার প্রেমে পাগল ৷ আর মন্নু তাকে এতটা ভালোবাসে যে তার জন্য় সারা পৃথিবীর বিপক্ষে যেতে প্রস্তুত ৷ দু'জনের এই ভালোবাসার গল্প এগোবে কোনদিকে জানা যাবে ছবি দেখলেই ৷ পঞ্জাব থেকে পেটের টানে অনেক মানুষই আজকাল চলে যান ইউকে এবং কানাডায় ৷ সেইসব অভিবাসীদের উপরেই আধারিত এই ছবির কাহিনি ৷ এসআরকে এবং তাপসী ছাড়াও রয়েছেন ভিকি কৌশল ও বিক্রম কোচ্চার ৷

চলতি বছরে বলিউডে ফের 'বিরাট' কামব্যাক করেছেন শাহরুখ ৷ বছরের শুরুতে দেখা গিয়েছিল তাঁর 'পাঠান' অবতার ৷ আর তারপর 'জওয়ান' ছবির হাত ধরে আবারও দর্শকের মন মাতিয়েছেন তিনি ৷ দু'টি ছবিতেই পারফেক্ট অ্যাকশন হিরো হিসাবে প্রশংসা কুড়িয়েছেন তিনি ৷ এবার আবার তিনি ফিরছেন নিজস্ব ঘরানায় ৷ রোমান্টিক হিরো হিসাবেই এই ছবিতে দেখা যাবে তাঁকে ৷ এখন এই ছবি সমালোচকদের মন কতখানি কাড়তে পারে সেটাই দেখার ৷

আরও পড়ুন:

400 কোটির ক্লাবে 'টাইগার 3', পূর্ণ হবে কি 'জওয়ান' কে টেক্কা দেওয়ার স্বপ্ন!

জন্মদিনে নতুন ছবি নিয়ে হাজির কার্তিক, অতীত ভুলে করণের সঙ্গে শুরু নতুন 'দোস্তানা'

ABOUT THE AUTHOR

...view details