পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

সমালোচনা উড়িয়ে সুপারহিটের হ্যাটট্রিক শাহরুখের; 400 কোটির ক্লাবে 'ডাঙ্কি' - Dunki Crosses 400 Cr

SRK Dunki in 400 Cr Club: 400 কোটির ক্লাবে জায়গা করে নিল শাহরুখ খানের 'ডাঙ্কি' ৷ মিশ্র প্রতিক্রিয়া নিয়ে শুরু হয়েছিল যাত্রা ৷ তবে বক্স অফিসে এসআরকে মানে যে ব্লকবাস্টার তা আরও একবার বুঝিয়ে দিলেন তিনি ৷

Dunki
সুপারহিটের হ্যাটট্রিক শাহরুখের

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2024, 8:59 PM IST

মুম্বই, 2 জানুয়ারি:'ডানকি' ছবি মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া মিলেছিল অনেক সমালোচকের মুখ থেকেই ৷ কারও মতে, ছবির বিষয় সাহসী হলেও রাজকুমার হিরানি এবার সেভাবে মন ছুঁতে পারেননি ৷ কমিক টাইমিং নিয়েও তৈরি হয়েছিল প্রশ্ন ৷ তবে শাহরুখ খান, তাঁর উপস্থিতি আর একাগ্রতা নিয়ে মুখ খুলতে পারেননি অতি বড় পণ্ডিতও ৷ এতেই কাজ হল ৷ 'ডাঙ্কি' বক্স অফিসে 1000 কোটির রেকর্ড তৈরি করা অ্যাকশন ছবি হতে পারেনি ঠিকই তবে কিং খান এবছর যে সুপারহিট ছবির হ্যাটট্রিক করলেন তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷ দেশ বিদেশ মিলিয়ে বর্তমানে ছবির আয় দাঁড়িয়েছে 400 কোটি টাকা ৷

মঙ্গলবারের রিপোর্ট বলছে দেশেও ছবির আয় পৌঁছে গিয়েছে প্রায় 200 কোটিতে ৷ স্যাকনিল্কের দাবি অনুযায়ী বর্তমানে ভারতে কিং খানের ছবির মোট আয় 196 কোটির কিছু বেশি ৷ পাশাপাশি এদিন বিকেলেই সামনে এসেছে ছবির গ্লোবাল বক্স অফিসের রিপোর্ট ৷ প্রযোজনা সংস্থা রেড চিলি এন্টারটেনমেন্টের দাবি, ছবিটি ইতিমধ্যেই 400.40 কোটি টাকা ঘরে তুলেছে ৷

পরিচালক রাজকুমার অবশ্য় কয়েকদিন আগেই জানিয়েছিলেন, বক্স অফিসের সাফল্য তাঁর ভালো লাগে ঠিকই কিন্তু বক্স অফিসের কথা মাথায় রেখে তিনি ছবি বানান না ৷ পাশাপাশি শাহরুখের বক্তব্যও কিছুটা একই ৷ ফ্য়ানেরা একটি 'আসকএসআরকে' সেশনে তাঁকে এই নিয়ে প্রশ্ন করায় তিনি জানান, বক্স অফিসের আয়ের বিষয়টি যাঁদের চিন্তার ক্ষেত্র তাঁদের ভাবতে দিন ৷ এই নিয়ে বেশি মাথাব্যথার কোনও প্রয়োজন নেই ৷

তবে শাহরুখ বা রাজকুমার মাথা না ঘামানোর অনুরোধ জানালেও বক্স অফিসে 'সালার' ও 'ডাঙ্কি'র সম্মুখ সমর নিয়ে উত্তেজনায় একটুও ভাটা পড়েনি ৷ মানতেই হবে 'সালার' বক্স অফিসের আয়ের নিরিখে অনেকটাই এগিয়ে ৷ তবে ছবির বাজেটও ছিল 270 কোটি টাকা ৷ তাই বক্স অফিসে 600 কোটি পার করলেও অংকের নিরিখে বেশি বড় হিট এখনও 'ডাঙ্কি' ৷ কারণ মাত্র 120 কোটি টাকায় তৈরি এই ছবি বক্স অফিস থেকে তুলে ফেলেছে খরচের তিন গুন টাকা ৷

আরও পড়ুন:

  1. ওটিটির হাত ধরে 'নাইট কুইন' পূজা, আসছে 'ক্যাবারেট'
  2. ভূমিকম্প বিধ্বস্ত জাপান থেকে দেশে ফিরলেন জুনিয়র এনটিআর
  3. শাকিবের নায়িকার প্রেমে মজেছেন দেব, আসছে ইধিকার 'খাদান'

ABOUT THE AUTHOR

...view details