মুম্বই, 2 জানুয়ারি:'ডানকি' ছবি মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া মিলেছিল অনেক সমালোচকের মুখ থেকেই ৷ কারও মতে, ছবির বিষয় সাহসী হলেও রাজকুমার হিরানি এবার সেভাবে মন ছুঁতে পারেননি ৷ কমিক টাইমিং নিয়েও তৈরি হয়েছিল প্রশ্ন ৷ তবে শাহরুখ খান, তাঁর উপস্থিতি আর একাগ্রতা নিয়ে মুখ খুলতে পারেননি অতি বড় পণ্ডিতও ৷ এতেই কাজ হল ৷ 'ডাঙ্কি' বক্স অফিসে 1000 কোটির রেকর্ড তৈরি করা অ্যাকশন ছবি হতে পারেনি ঠিকই তবে কিং খান এবছর যে সুপারহিট ছবির হ্যাটট্রিক করলেন তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷ দেশ বিদেশ মিলিয়ে বর্তমানে ছবির আয় দাঁড়িয়েছে 400 কোটি টাকা ৷
মঙ্গলবারের রিপোর্ট বলছে দেশেও ছবির আয় পৌঁছে গিয়েছে প্রায় 200 কোটিতে ৷ স্যাকনিল্কের দাবি অনুযায়ী বর্তমানে ভারতে কিং খানের ছবির মোট আয় 196 কোটির কিছু বেশি ৷ পাশাপাশি এদিন বিকেলেই সামনে এসেছে ছবির গ্লোবাল বক্স অফিসের রিপোর্ট ৷ প্রযোজনা সংস্থা রেড চিলি এন্টারটেনমেন্টের দাবি, ছবিটি ইতিমধ্যেই 400.40 কোটি টাকা ঘরে তুলেছে ৷
পরিচালক রাজকুমার অবশ্য় কয়েকদিন আগেই জানিয়েছিলেন, বক্স অফিসের সাফল্য তাঁর ভালো লাগে ঠিকই কিন্তু বক্স অফিসের কথা মাথায় রেখে তিনি ছবি বানান না ৷ পাশাপাশি শাহরুখের বক্তব্যও কিছুটা একই ৷ ফ্য়ানেরা একটি 'আসকএসআরকে' সেশনে তাঁকে এই নিয়ে প্রশ্ন করায় তিনি জানান, বক্স অফিসের আয়ের বিষয়টি যাঁদের চিন্তার ক্ষেত্র তাঁদের ভাবতে দিন ৷ এই নিয়ে বেশি মাথাব্যথার কোনও প্রয়োজন নেই ৷
তবে শাহরুখ বা রাজকুমার মাথা না ঘামানোর অনুরোধ জানালেও বক্স অফিসে 'সালার' ও 'ডাঙ্কি'র সম্মুখ সমর নিয়ে উত্তেজনায় একটুও ভাটা পড়েনি ৷ মানতেই হবে 'সালার' বক্স অফিসের আয়ের নিরিখে অনেকটাই এগিয়ে ৷ তবে ছবির বাজেটও ছিল 270 কোটি টাকা ৷ তাই বক্স অফিসে 600 কোটি পার করলেও অংকের নিরিখে বেশি বড় হিট এখনও 'ডাঙ্কি' ৷ কারণ মাত্র 120 কোটি টাকায় তৈরি এই ছবি বক্স অফিস থেকে তুলে ফেলেছে খরচের তিন গুন টাকা ৷
আরও পড়ুন:
- ওটিটির হাত ধরে 'নাইট কুইন' পূজা, আসছে 'ক্যাবারেট'
- ভূমিকম্প বিধ্বস্ত জাপান থেকে দেশে ফিরলেন জুনিয়র এনটিআর
- শাকিবের নায়িকার প্রেমে মজেছেন দেব, আসছে ইধিকার 'খাদান'