পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

প্রভাসের 'সালার' রেকর্ড ভাঙলেন কিং খান, মোস্ট ভিউড ট্রেলারের তালিকার শীর্ষে 'ডাঙ্কি' - dunki

Dunki Break Record: 'সালার'কে টপকে গেল শাহরুখ খানের 'ডাঙ্কি' ৷ এর আগে 'সালার' ছিল ইউটিউবে মোস্ট ভিউড ট্রেলার ৷ এবার সেই জায়গা দখল করল 'ডাঙ্কি' ৷

Etv Bharat
প্রভাসের 'সালার' রেকর্ড ভাঙলেন কিং খান

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2023, 11:53 AM IST

মুম্বই, 7 ডিসেম্বর: মুক্তির আগেই জমে উঠেছে প্রভাস-শাহরুখ খানের দর্শক মনে জায়গা দখলের লড়াই ৷ 'সালার' ছবির ট্রেলারকে ছাপিয়ে গেল 'ডাঙ্কি' ট্রেলার ৷ 5 ডিসেম্বর ইউটিউবে রাজকুমার হিরানির 'ডাঙ্কি' ছবির ট্রেলার আসে প্রকাশ্যে ৷ 24 ঘণ্টায় তা মোস্ট ভিউড হিন্দি ট্রেলারের তকমা ছিনিয়ে নেয় ৷ পিছনে পড়ে রইল 'সালার' ৷

বলিউড বক্সঅফিসে অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন কিং খান ৷ প্রথমে 'পাঠান' তারপরে 'জওয়ান', দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও ব্যাপক সাফল্য পায় ৷ একই বছরে পরপর ব্লকব্লাস্টার দুটি ছবি আসার পর দর্শকরা অপেক্ষায় রয়েছেন 'ডাঙ্কি' নিয়ে ৷ 'মুন্নাভাই এমবিবিএস', 'থ্রি ইডিয়টস' খ্যাত পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন শাহরুখ ৷

ফলে দর্শক এই জুটির মেলবন্ধন বড়দিনের পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন ৷ তাই ছবির টিজার থেকে গান, ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে ৷ অন্যদিকে, একই দিনে অর্থাৎ 22 ডিসেম্বর মুক্তি পাচ্ছে প্রশান্ত নীল পরিচালিত 'সালার' ৷ 'আদিপুরুষ' বক্সঅফিসে মুখ থুবড়ে পরার পর এই ছবি ঘিরে যথেষ্টই আশাবাদী প্রভাস অনুরাগীরা ৷ ফলে 'সালার- পার্ট 1 সিজফায়ার' ট্রেলার সামনে আসতেই 24 ঘণ্টায় তা 53.75 মিলিয়ন ভিউ পায় ৷ এবার সেই শিরোপা মাথায় উঠল 'ডাঙ্কি'র ৷

মিডিয়া রিপোর্ট অনুসারে, 'ডাঙ্কি'র ট্রেলারটি 24 ঘণ্টার মধ্যে ইউটিউবে সবচেয়ে বেশি দেখা হিন্দি ছবির ট্রেলারের তকমা পেয়েছে ৷ ভিডিয়োটি 5 ডিসেম্বর মঙ্গলবার সকাল 10টায় ইউটিউব প্ল্যাটফর্মে আসে ৷ 6 ডিসেম্বর দুপুর 1টায় এটি ইউটিউবে 62 মিলিয়নেরও বেশি ভিউ পায়- যা বলিউডের ছবির ট্রেলারের ক্ষেত্রে আগে দেখা যায়নি ৷ ফলে ছবি মুক্তির আগেই একে অপরকে টেক্কা দিচ্ছে 'সালার' ও 'ডাঙ্কি' ৷ বক্সঅফিসে শেষ হাসি হাসবে কে, তা জানতে অপেক্ষায় করতে 22 ডিসেম্বর পর্যন্ত ৷

ABOUT THE AUTHOR

...view details