হায়দরাবাদ, 25 ডিসেম্বর:বড়দিনের আগে বক্সঅফিসে সম্মুখ সমরে শাহরুখ খান ও প্রভাস ৷ বাদশাকে পিছনে ফেলে দৌড় লাগিয়েছেন দক্ষিণী তারকা ৷ প্রথম উইকএন্ডে 'সালার' গ্লোবালি 300 কোটির ঘরে ঢুঁ মারার অপেক্ষায় ৷ অন্যদিকে, 'ডাঙ্কি' গ্লোবালি রয়েছে 200 কোটির ঘরে ৷
'কেজিএফ' খ্যাত পরিচালক প্রশান্ত নীলের 'সালার' বক্সঅফিসে তিনদিনে দেশে 200 কোটির বেশি আয় করেছে ৷ দিল্লি, মুম্বই, বেঙ্গুলুরুর প্রেক্ষাগৃহে রীতিমতো 'সালার' ঝড় চলছে ৷ ছবির ট্রেলার যখন মুক্তি পায়, দর্শকদের প্রতিক্রিয়া দেখেই এই ছবির ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল ৷ কারণ ট্রেলার মুক্তির পর তা সোশাল মিডিয়ায় 100 মিলিয়ন দর্শক দেখেন ৷ তার ফলে অ্যাডাভান্স বুকিং শুরু হতেই টিকিট বিক্রি হতে থাকে দ্রুত ৷
সালারের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে গ্লোবালি ছবির আয় হয়েছে 295 কোটি টাকা ৷ বক্সঅফিস ট্র্যাকিং ওয়েবসাইট স্যাকনিল্ক অনুযায়ী, 'সালার:সিজফায়ার-পার্ট 1' তৃতীয় দিনে ভারতে আয় করেছে 53.86 কোটি টাকা ৷ ফলে ভারতে এখন পর্যন্ত এই ছবির মোট আয় দাঁড়িয়েছে 200.91 কোটি টাকা ৷
অন্যদিকে, রাজকুমার হিরানি পরিচালিত 'ডাঙ্কি' ঘিরেও দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে ৷ কারণ তার আগেই ব্যাক টু ব্যাক শাহরুখ উপহার দিয়েছেন ব্লকব্লাস্টার দুটি ছবি 'পাঠান' ও 'জওয়ান' ৷ ফলে বছর শেষে বাদশার ছবি হ্যাটট্রিক করবে কিনা নজর ছিল সেই দিকে ৷ 21 ডিসেম্বর মুক্তি পায় 'ডাঙ্কি' ৷ আপাতত ভারতে 100 কোটির ঘরে প্রবেশ করে গিয়েছে কিং খানের ছবি ৷ অন্যদিকে, প্রথম সপ্তাহে ওয়ার্ল্ডওয়াইড এই ছবির আয় 200 কোটি ৷