পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Dulquer Salmaan Guns and Gulaabs: রাজকুমারের সঙ্গে হাত মেলালেন দুলকর সলমন, জন্মদিনেই ট্রেলার নিয়ে বড় ঘোষণা - রাজকুমারের সঙ্গে হাত মেলালেন দুলকর সলমন

রাজ এবং ডিকে পরিচালিত 'গানস অ্যান্ড গুলাবস'-এর মূল আকর্ষণ অবশ্যই দুলকর সলমন এবং রাজকুমার রাও ৷ সলমনের জন্মদিনেই সামনে এল বড় খবর ৷

Dulquer Salmaan Guns and Gulaabs
এক ফ্রেমে বন্দি সলমন রাজকুমার

By

Published : Jul 28, 2023, 3:24 PM IST

হায়দরাবাদ, 28 জুলাই: পরিচালক রাজ এবং ডিকের নতুন ওয়েব সিরিজ 'গানস অ্যান্ড গুলাবস'-এর জন্য বহুদিন ধরেই অপেক্ষা করে রয়েছেন অনুরাগীরা ৷ কারণ মূলত একটাই ৷ এই প্রজেক্টে একসঙ্গে জুটি বেঁধেছেন দক্ষিণী নায়ক দুলকর সলমন এবং রাজকুমার রাও ৷ এবার অনুরাগীদের জন্য সামনে এল আরও একটি বড় খবর ৷ দক্ষিণ অভিনেতার জন্মদিনে সামনে এল 'গানস অ্যান্ড গুলাবস'-এর নতুন মোশন পোস্টার ৷ সঙ্গে রইল ট্রেলার মুক্তির দিনক্ষণও ৷ সাতের দশকের গানের নস্টালজিয়া, গ্যাংস্টার কাহিনির রোমাঞ্চ এবং এক চিলতে হাসি সবই থাকবে এই সিরিজে ৷

জন্মদিনে ছবির মোশন পোস্টার শেয়ার করে অভিনেতা লিখলেন, "যদি এক শব্দে রাজ এবং ডিকের তৈরি এই অবিশ্বাস্য দুনিয়াটিকে বর্ণনা করতে হয় তাহলে তা হল বিনোদন ৷ 'গানস অ্যান্ড গুলাবস'-এর ট্রেলার আসছে আগামী 2 অগস্ট ৷" স্টার কাস্টের দিকে তাকালে চোখে পড়বে বেশ কয়েকটি পরিচিত নাম ৷ তালিকায় রয়েছেন আদর্শ গৌরব, টি জে ভানু এবং গুলশন দেভাইয়াও ৷ ওয়েব সিরিজের যে মোশন পোস্টারটি শুক্রবার সামনে এনেছেন নির্মাতারা তার ব্যাকগ্রাউন্ডে রয়েছে সাতের দশকের একটি গান ৷

ভিডিয়োটি শুরু হয় ভাঙা কাঁচের বোতল আর গোলাপের ফুল দিয়ে ৷ এরপর সামনে আসে রাজকুমারের লুক ৷ তাঁর হাতে বন্দুক, চুলের স্টাইলটি দেখলেই মনে পড়ে যায় পুরোনো দিনের নায়কদের কথা ৷ পোশাকেও রয়েছে সাতের দশকের ছাপ ৷ ক্রমশ সামনে আসে একটি মাইল স্টোন সেখানে লেখা 'গুলাবগঞ্জ 6 কিমি ৷'

আরও পড়ুন:বিনোদনীর পর রুক্মিণী এবার দ্রৌপদী, সঙ্গী দেব-রামকমল

দুলকর এবং গুলশনের ঝলকও দেখা গিয়েছে মোশন পোস্টারে ৷ সলমনকে এখানে দেখা যাবে একেবারে নয়া অবতারে ৷ গুলাবগঞ্জ এমন একটি জায়গা যেখানে রোম্যান্স আর রক্তপাত দু'টোই থাকবে সমান মাত্রায় ৷ নেটফ্লিক্সের এই সিরিজের জন্য় রীতিমতো মুখিয়ে রয়েছেন অনুরাগীরা ৷ রাজ এবং ডিকের লেখা, প্রযোজনা এবং পরিচালনায় মুক্তি পেয়েছে একের পর এক সফল সিরিজ ৷ 'ফরজি' এবং 'দ্য ফ্যামিলিম্যান'-এর মতো জনপ্রিয় প্রজেক্টর পর এবার 'গানস অ্যান্ড গুলাবস' ৷

ABOUT THE AUTHOR

...view details