পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Drishyam 2 Box Office Collection: একশো কোটির ক্লাবে ঢুকে পড়ল অজয়ের 'দৃশ্যম 2' - একশো কোটির ক্লাবে ঢুকে পড়ল অজয়ের দৃশ্যম 2

একশো কোটির ক্লাবে ঢুকে পড়ল অজয় দেবগণ এবং শ্রীয়া শরণ অভিনীত নতুন ছবি 'দৃশ্যম 2' ৷ অর্থাৎ প্রথম সপ্তাহেই বাজেটের দ্বিগুণ আয় করেছে ছবিটি (Ajay Movie Drishyam 2 in 100 Crore Club) ।

Drishyam 2 Box Office Collection
একশো কোটির ক্লাবে ঢুকে পড়ল অজয়ের 'দৃশ্যম 2'

By

Published : Nov 24, 2022, 5:19 PM IST

মুম্বই, 24 নভেম্বর:একশো কোটির ক্লাবে ঢুকে পড়ল অজয় দেবগণ এবং শ্রীয়া শরণ অভিনীত নতুন ছবি 'দৃশ্যম 2' ৷ প্রথম অধ্য়ায়ের বিজয়ের এবারের কাহিনিও বেশ মন টেনেছে দর্শকদের ৷ এই ছবি প্রথম দিন থেকেই বক্স অফিসে ভালো আয়ের মুখ দেখেছে ৷ দৃশ্য়ম কিন্তু মোটেও খুব বিগ বাজেটের ছবি নয় ৷ এর বাজেট মাত্র 50 কোটি টাকা । অর্থাৎ, প্রথম সপ্তাহেই খরচের দ্বিগুণ আয় করেছে ছবিটি (Drishyam 2 box office Collection 100 crore)।

এর আগে ছোট বাজেটে তৈরি 'কান্তারা' বা 'দ্য় কাশ্মীর ফাইলস'-এর মতো ছবিগুলি আয়ের নিরিখে বক্স অফিসে শোরগোল ফেলে দিয়েছিল ৷ অন্য়দিকে বরং সেভাবে সাফল্য় আনতে পারেনি বিগ বাজেট ছবিগুলি ৷ কঙ্গনার 'ধাকড়' থেকে শুরু করে রণবীরের 'ব্রহ্মাস্ত্র', কোনও ছবিই আয়ের নিরিখে তেমন সফল নয় ৷ সেখানে দক্ষিণী মশলায় তৈরি অজয়ের 'দৃশ্য়ম' সিরিজ কিন্তু দর্শকের মন জিতে নিয়েছে (Drishyam 2 Box Office Collection ) ৷

ছবিটি পরিচালনা করেছেন অভিষেক পাঠক । এর আগে 2015 সালে 'দৃশ্যম'-এর হিন্দি রিমেকে অভিনয় করেছিলেন অজয়, শ্রীয়া শরণ এবং টাব্বু । মালয়ালম ছবিটির সঙ্গে সমানতালে জনপ্রিয়তা পেয়েছিল হিন্দি ভার্সানটিও । সিনেমাহল ভরিয়ে সকলে দেখেছিলেন হিন্দি 'দৃশ্যম' । এবারও অজয়ের সঙ্গে রয়েছেন টাব্বু এবং শ্রীয়া (Ajay Movie Drishyam 2 in 100 Crore Club) ৷

আরও পড়ুন:বছর শেষেই 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব', উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন সস্ত্রীক বিগ বি

ছবিটির 6 দিনের আয়ের হিসাবে চোখ বোলালে দেখা যায়, প্রথম দিনে 15.38 কোটি, দ্বিতীয় দিনে 21.59 কোটি, তৃতীয় দিনে 27.17 কোটি, চতুর্থ দিনে 11.87 কোটি, পঞ্চম দিনে 10.48 কোটি এবং ষষ্ঠ দিনে 9.55 কোটি টাকা আয় করেছে । অবশেষে সপ্তম দিন অর্থাৎ 24 নভেম্বর 100 কোটির ক্লাবে যোগ দিতে যাচ্ছে অজয়ের এই নতুন প্রজেক্ট । অজয় ​​দেবগণ তাঁর 'ভোলা' ছবির জন্যও চর্চায় রয়েছেন । 'ভোলা' হল দক্ষিণী ছবি 'প্রিজনার'-এর অফিসিয়াল হিন্দি রিমেক ।

ABOUT THE AUTHOR

...view details