পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Drake Plugs in Lata Song: মুম্বইয়ের কনসার্টে দিদি তেরা দেওর দিওয়ানায় মাতলেন কানাডার ব়্যাপার ! - Drake Plugs in Lata Song

মুম্বইয়ের কনসার্টে দিদি তেরা দেওর দিওয়ানা গান গাইছেন কানাডিয়ান ব়্যাপার ড্রেক এবং লিল ওয়েন ! এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে (Drake Plugs in Lata Song)৷

drake-plugs-in-lata-mangeshkars-didi-tera-devar-deewana-in-concert-netizens-divided
মুম্বইয়ের কনসার্টে দিদি তেরা দেওর দিওয়ানা গাইছেন কানাডার ব়্যাপার

By

Published : Nov 9, 2022, 7:11 PM IST

মুম্বই, 9 নভেম্বর:1994 সালের জনপ্রিয় বলিউড ফিল্ম হাম আপকে হ্যায় কৌনে প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের (Drake Plugs in Lata Song) গাওয়া বিখ্যাত গান 'দিদি তেরা দেওর দিওয়ানা' (Drake Plays Didi Tera Devar Deewana)৷ মুম্বইয়ের একটি কনসার্টে সেই গান গাইছেন কানাডিয়ান র‌্যাপার ড্রেক এবং লিল ওয়েন ৷ এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ তবে ভিডিওটি সত্যি কি না তা স্পষ্ট নয় ।

একজন ইউজার দুই র‌্যাপারের (Drake Lil Wayne Concert) একটি ক্লিপ শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় এবং ক্যাপশনে লিখেছেন, "লতা মঙ্গেশকরের প্রতি সম্মান প্রদর্শন ড্রেক এবং লিল ওয়েনের ৷ দেশি সম্প্রদায়ের জন্য ইতিহাস তৈরি করেছেন তাঁরা ।"

ক্লিপটিতে ড্রেক তাঁর গানগুলিকে সলমন খান ও মাধুরী দীক্ষিত নেনের দিদি তেরা দেওর দিওয়ানার (Lata Mangeshkar Song at Drake Concert) সঙ্গে মিশিয়ে গেয়েছেন ৷ এই ভিডিয়ো ক্লিপটি শ্রোতাদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে ৷ কেউ কেউ এটিকে মিথ্যে বলে দাবি করেছেন ৷ একজন ইউজার বলেছেন যে, "আমি এই শোতে ছিলাম এবং এটি কখনও ঘটেইনি ।"

আরও পড়ুন:ব্রহ্মাস্ত্রে রণবীর কাপুরের মায়ের চরিত্রে দীপিকা, জোর চর্চা সোশ্যালে

দিদি তেরা দেওর দিওয়ানা গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) এবং এসপি বালাসুব্রহ্মণ্যম ৷ ইতিমধ্যে ড্রেক অ্যান্ড 21 স্যাভেজ তাদের যৌথ অ্যালবাম 'হার লস' রিলিজ করেছে । 22 অক্টোবর আনুষ্ঠানিক ভাবে প্রকাশ্যে এসেছিল হার লস ৷ 16টি ট্র্যাকের এলপি সম্পূর্ণরূপে ড্রেক অ্যান্ড 21 স্যাভেজের তৈরি ৷ ড্রেকের ওভিও এবং স্যাভেজের স্লটার গ্যাং এন্টারটেইনমেন্ট লেবেলের মাধ্যমে এটি প্রকাশ করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details