পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Diwali 2024 Dhamaka : আগামী বছর দীপাবলিতে বক্স অফিসে বিগ ব্যাটেল, একসঙ্গে পর্দায় অক্ষয়-অজয়-সলমন-কার্তিক - Singham Again Prem Ki Shaadi

আগামী বছর দীপাবলিতে একসঙ্গে পর্দায় আসতে চলেছেন অক্ষয়, অজয়, সলমন এবং কার্তিক আরিয়ান ৷ বক্স অফিসে শুরু হতে চলেছে বিগ ব্যাটেল (Films to Release on Diwali 2024 )৷

Etv Bharat
2024 সালের দীপাবলিতে বক্স অফিসে শুরু হতে চলেছে বিগ ব্যাটেল

By

Published : Mar 14, 2023, 9:00 PM IST

হায়দরাবাদ, 14 মার্চ: বলিউডে এখন চলছে ফুল অন ধামাকা ৷ এমনকী আগামী বছরের দীপাবলির জন্য়ও পরিকল্পনা সেরে ফেলেছেন তারকাদের অনেকেই ৷ ঠিক যেমন আপনি যদি অজয়, অক্ষয়, সলমন কিংবা কার্তিক আরিয়ানের ফ্য়ান হন তবে আপনার জন্য় রয়েছে দারুণ খবর ৷ কারণ আগামী বছর দীপাবলিতে আসছে একের পর এক ধামাকা (Films to Release on Diwali 2024) ৷

সিংঘম 3:

অজয় আসবেন তাঁর সিংঘম 3 নিয়ে

অজয় দেবগণের ফ্যান হলে 'দৃশ্য়ম' এবং 'সিংঘম' সিরিজ যে আপনার অন্যতম প্রিয় তা বোধহয় না বললেও চলে ৷ এবার আসতে চলেছে 'সিংঘম'-এর তৃতীয় অধ্য়ায় ৷ সৎ এবং সাহসী এই পুলিশ অফিসারের সাজে আবার অজয় পর্দায় ফিরছেন আগামী বছর ৷ এই ছবিতে অজয়ের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে ৷ রোহিত-অজয়ের এই ছবি মুক্তির কথা রয়েছে 2024 সালের দীপাবলিতে ৷

প্রেম কি শাদি:

প্রেম কি শাদির হাত ধরে পর্দায় ফিরবেন সলমন

বিভিন্ন সংবাদ মাধ্য়মের খবর অনুযায়ী আগামী দীপাবলিতে পর্দায় হাজির হবেন সলমনও ৷ তাঁর এই আসন্ন ছবিটির নাম নাকি হতে চলেছে 'প্রেম কি শাদি' ৷ সুরজ বরজাতিয়ার নির্দেশনায় এই ছবি পর্দায় মুক্তি পাবে বলে জানা গিয়েছে ৷ এখন এই বিষয়টি সত্য়ি হলে অজয়ের সঙ্গে সম্মুখ সমর হতে পারে সলমনের ৷

হেরা ফেরি 3:

হেরা ফেরির পরবর্তী অধ্যায়ও আসবে আগামী দীপাবলীতেই

মাত্র কয়েকদিন আগেই জানা গিয়েছিল শ্যুটিং শুরু হয়ে গিয়েছে হেরা ফেরি ছবির পরবর্তী অধ্য়ায়ের ৷ এই ছবিতে রয়েছে অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এবং সুনীল শেট্টির সেই অমোঘ জুটি ৷ যাঁদের হলে দেখার অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সকলে ৷ বিশেষ করে অক্ষয়ের জন্য় এই ছবিটি খুবই গুরুত্বপূর্ণ যেভাবে গতবছর একের পর এক প্রজেক্ট ফ্লপ হয়েছে তাঁর তাতে আগামীতে 'হেরা ফেরি 3' ফ্লপ হলে তাঁর ফিল্ম কেরিয়ার নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হতে পারে ৷ জানা গিয়েছে এই ছবিটিও মুক্তি পেতে পারে আগামী দীপাবলিতেই ৷ অর্থাৎ বক্স অফিসে শুরু হতে চলেছে বিগ ব্যাটেল ৷

ভুল ভুলাইয়া 3:

রুহুবাবা ফিরছেন ভুল ভুলাইয়ার পরবর্তী পর্ব নিয়ে

কার্তিক আরিয়ানের 'ভুল ভুলাইয়া 2' ছবিটি গতবছর ছিল বিগ হিট ৷ তাঁর রোম্যান্স মন কেড়েছিল সকলেরই ৷ এবার এই গল্পের পরবর্তী অধ্য়ায় নিয়ে আগামী বছর দীপাবলি পর্দায় পা রাখবেন রুহু বাবা ৷ অর্থাৎ বক্স অফিসে এই ছবিকে লড়তে হবে সলমন, অজয় এবং অক্ষয়ের ছবির সঙ্গে ৷ শেষ মেষ কেমন হবে সেই লড়াই তা জানতে অবশ্য় অপেক্ষা ছাড়া গতি নেই ৷

আরও পড়ুন:কিং খানকে সামনাসামনি আলিঙ্গন করতে চান গুণিত, ধন্যবাদ দিলেন রাজামৌলিও

ABOUT THE AUTHOR

...view details