কলকাতা, 22 জুলাই: "আজকের মিস কল গুলো ট্রোল হওয়ার ছিল না" 'অভিযাত্রিক'-এর জাতীয় পুরস্কারপ্রাপ্তির পর ঠিক এভাবেই নিজের অনুভূতি ভাগ করে নিলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy Shares Her Thought with ETV Bharat) ৷ 68তম জাতীয় পুরস্কারের মঞ্চে এবার বাজিমাত করল শুভ্রজিৎ মিত্রের ছবি 'অভিযাত্রিক' ৷ আর তাতেই উচ্ছ্বসিত দিতিপ্রিয়া ৷ তিনি বলেন, "প্রচুর মিস কল দেখলে ভাবি, হয় আমাকে নিয়ে কিছু রটেছে, কিংবা আমি ট্রোল হয়েছি । তবে আজ সব ভাবনা উড়িয়ে দিল 'অভিযাত্রিক'। গায়ে কাঁটা দিচ্ছে এখনও আমার। প্রথম কোনও ছবিতে আমি নায়িকার ভূমিকায়। আর সেই ছবি জাতীয় পুরস্কার পেল...৷"
দুটি বিভাগে পুরষ্কৃত হয়েছে শুভ্রজিৎ মিত্র পরিচালিত এই ছবি'অভিযাত্রিক'-এর জাতীয় পুরস্কার জয়ের খবরে আপ্লুত, উচ্ছ্বসিত দিতিপ্রিয়া দূরভাষে অনুভূতি ভাগ করে নিলেন ইটিভি ভারতের সঙ্গে। এই ছবিতে অপর্ণার চরিত্রে অভিনয় করেছেন দিতিপ্রিয়া রায়। সারা ছবিতে তাঁর কোনও সংলাপ নেই। চোখের ভাষা আর অভিব্যক্তিতে দর্শকের মন ছুঁয়েছেন তিনি। আর তাতেই বাজিমাত। দুটি বিভাগে পুরস্কৃত ত হয়েছে শুভ্রজিৎ মিত্র পরিচালিত এই ছবি৷ বাংলার সেরা সিনেমা এবং সেরা সিনেম্যাটোগ্রাফির পুরস্কারও জিতে নিল এই ছবি।