কলকাতা, 16 অগস্ট: প্রথমবার মিউজিক ভিডিয়োতে দেখা গেল দিব্যজ্যোতি দত্ত এবং দিতিপ্রিয়া রায়কে । এসভিএফ মিউজিক প্রযোজিত মিউজিক ভিডিয়োতে 'দেখেছি রূপসাগরে' গানটিকে পুর্ননির্মাণ করেছেন অরিন্দম । গেয়েছেন মাহতিম শাকিব । আর তাতেই অভিনয় করতে দেখা গিয়েছে দিতিপ্রিয়া রায় এবং দিব্যজ্যোতি দত্তকে (Ditipriya Dibyojyoti on Their New Music Video Dekhechi Rupsagore)।
মিউজিক ভিডিয়োটি ঘিরে উচ্ছ্বসিত দিতিপ্রিয়া ৷ তাঁর কথায়, "প্রথম কাজ যখন ভীষণ স্পেশাল। একটা ইয়ং গ্যাং মিলে কাজটা করেছি । মাহতিম, আমি এবং দিব্যজ্যোতি সকলেই আমরা দুই-তিন বছরের ছোট বড় । সুতরাং বন্ধুত্বটা দারুণ জমেছে ।"
শ্যুটিং-এর অভিজ্ঞতা নিয়ে দিতি বলেন, "আমার অগস্ট মাসের 11 তারিখে জন্ম । সুতরাং বৃষ্টি নিয়েই আমার জন্ম । নিজের জন্মদিনেও সেভাবে কোথাও গিয়ে সেলিব্রেট করতে পারি না এই বৃষ্টির কারণে । শ্যুটিং-এর সময়েও খুব বৃষ্টি হয়েছে । ভিজেছি সবাই । পরে আবার বৃষ্টি থেমে গিয়েছে । তখন আবার বৃষ্টির সিকোয়েন্স দরকার । আমি তখন টিমকে বলি, চারটে বোতল ফুটো করে উলটে দাও । বৃষ্টি পড়বে মনে হবে । আর সেটাই করা হয়েছিল । সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা । একটুও বড়াই না করেই বলছি, ইন্ডাস্ট্রিতে বেশ অনেকটা দিন হল । শেষ মুহূর্তে কাজ উতরে দেওয়াটা শিখে গেছি খানিকটা ।"