হায়দরাবাদ, 5 অক্টোবর: বলিউডের স্টার কিডদের ডেবিউ দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা ৷ জোয়া আখতর সিলভার স্ক্রিনে পরিচয় করাতে চলেছেন শাহরুখ-গৌরি কন্যা সুহানা খান, বনি কাপুর ও প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর কন্যা খুশি কাপুর ও অমিতাভ বচ্চনের নাতি অর্থাৎ শ্বেতা বচ্চন নন্দার ছেলে আগস্ত্যা নন্দার ৷ 'দ্য আর্চিস'-এর টিজার আগেই মুক্তি পেয়েছে ইতিমধ্যে ৷ তা নেটিজেনদের প্রশংসাও কুড়িয়েছে ৷ এবার পরিচালক জোয়া সুহানা, আগস্ত্যা ও খুশির 'দ্য আর্চিস'-এর নতুন পোস্টার সামনে এনেছেন ৷ পোস্টারে রয়েছেন অগিতি সায়গল, ভেদাঙ্গ রায়না ও মিহির আহুজাও ৷
ইন্সটাগ্রামে জোয়া আখতর অনুরাগীদের সঙ্গে নতুন পোস্টার শেয়ার করে লিখেছেন, "পরিচয় করিয়ে দিই সুহানা অর্থাৎ ভেরোনিকার সঙ্গে ৷ কিছু জিনিস তাঁকে ইমপ্রেস করে, যেমন নিজেকে ৷" পোস্টারটি শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে ইন্ডাষ্ট্রির তারকারা শুভেচ্ছা ও ভালোবাসা জানান ৷ করণ জোহর লেখেন, "সুহানা তুমি সুন্দর ৷" শ্বেতা বচ্চন লেখেন, "অনেক ভালোবাসা ভেরোনিকা ৷"