কলকাতা, 27 এপ্রিল :27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হল সুদেষ্ণা গোস্বামী পরিচালিত 'ব্লটিং পেপার' । নন্দন-3-এ শুরুর দিনেই দেখানো হল 30 মিনিটের এই ছোট ছবি । এই ছবির মূল কেন্দ্রবিন্দু হল বিবাহ পরবর্তী ধর্ষণ । স্বামীর কাছেও মেয়েরা ধর্ষিত হয় । ধীরে ধীরে আইন যদিও এখন বিষয়টিকে মান্য়তা দিতে শুরু করেছে ৷ কখনও দিল্লি হাইকোর্ট কখনও সুপ্রিম কোর্টে এই নিয়ে মুখ খুলেছেন বিচারপতিরা ৷ কিন্তু অনেক ক্ষেত্রেই এখনও এটাকে মেনে নেওয়া হয় বিবাহের অঙ্গ হিসাবে (Bengali Cinema Blotting Paper) ।
মেয়েরা আজও ধর্ষিতা হলে তা বলতে ভয় পায় । এমনকী স্বামীর কাছেও যদি তিনি ধর্ষণের শিকার হন তাও কাউকে বলতে পারেন না । কারণ কাউকে বললে তিনি হাসবেন । এমনকী তার বাপের বাড়িতে গিয়েও এই কথা বলতে পারে না তিনি । কেউ তাঁকে সমর্থন জানায় না । তাঁর পাশে এসে দাঁড়ায় না । এমন সময় তাঁর দরকার একজন বন্ধুর ।