পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Subhrajit to Act with Srabanti: রাজর্ষির ছবিতে শ্রাবন্তীর বিপরীতে 'অভিযাত্রিক'-এর পরিচালক শুভ্রজিৎ - শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের খবর

রাজর্ষির দে'র ছবিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করছেন 'অভিযাত্রিক'-এর পরিচালক শুভ্রজিৎ মিত্র ৷

Subhrajit to Act with Srabanti
শুটিং-এর ছবি শেয়ার করলেন শ্রাবন্তী

By

Published : Apr 9, 2023, 4:04 PM IST

কলকাতা, 9 এপ্রিল: দেবালয় ভট্টাচার্য নন, রাজর্ষি দে'র ছবি 'সাদা রঙের পৃথিবী'তে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে 'অভিযাত্রিক' ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্রকে ।

আরও একবার অভিনয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক শুভ্রজিৎ মিত্র । রাজর্ষি দে পরিচালিত আসন্ন বাংলা ছবি 'সাদা রঙের পৃথিবী'তে শ্রাবন্তীর স্বামীর চরিত্রে অভিনয় করবেন তিনি । "আরও একবার" বলার কারণ, এর আগেও অভিনয় করেছেন শুভ্রজিৎ। নিজের পরিচালনায় এক বিনোদন চ্যানেলের জন্য দুটি টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি । নিজের পরিচালনায় তিনি 'চোরাবালি'তে অভিনয় করেছেন । এ ছাড়াও স্কুলে পড়াকালীন এক সর্বভারতীয় চ্যানেলে সুকুমার রায়ের 'যতীনের জুতো' গল্পে যতীনের চরিত্রে অভিনয় করেছিলেন শুভ্রজিৎ।

'সাদা রঙের পৃথিবী'র একটি দৃশ্য

তবে অন্য পরিচালকের পরিচালনায় বড় পর্দায় এই প্রথম কাজ করতে চলেছেন তিনি । রাজর্ষি দে'র সঙ্গে ছবির শুটিং-এর বেশ কিছু ছবি ইটিভি ভারতের সঙ্গে ভাগ করে নিয়েছেন শুভ্রজিৎ ।

শ্রাবন্তী ও শুভ্রজিৎ

'সাদা রঙের পৃথিবী'তে শুভ্রজিতের চরিত্রটি বিজ্ঞানী প্রফেসর বিশ্বাসের । এই চরিত্রে অভিনয় করার কথা ছিল আরেক জনপ্রিয় পরিচালক দেবালয় ভট্টাচার্যের । কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে, তিনি পারছেন না। তাই ঠিক হয়েছে শুভ্রজিৎ মিত্র অভিনয় করবেন ছবিটিতে। এই কথা ইটিভি ভারতকে জানিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ।

শুটিং-এর ছবি শেয়ার করলেন শ্রাবন্তী

কেন কোনও পরিচালককেই বারবার এই চরিত্রের জন্য খুঁজছেন রাজর্ষি দে ? শ্রাবন্তী চট্টোপাধ্যায় ইটিভি ভারতকে বলেন, "রাজর্ষিদা চাইছেন এই চরিত্রটা কোনও পরিচালকই করুক। আর তাই শুভ্রজিৎ মিত্র করছেন চরিত্রটা । উনি যত ভালো পরিচালক, ততটাই ভালো অভিনেতা ।"

প্রসঙ্গত, শুভ্রজিৎ মিত্র এই মুহূর্তে ব্যস্ত তাঁর 'দেবী চৌধুরানী' ছবির কাজ নিয়ে । দেবী চৌধুরানীর ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় । এই ছবি পুরোপুরি শুভ্রজিতের গবেষণার উপর নির্ভর করে তৈরি হতে চলেছে ।

আরও পড়ুন:আল্লু অর্জুনের জন্মদিন উদযাপনে মেতে উঠলেন স্ত্রী স্নেহা, দেখুন অনুষ্ঠানের ঝলক

ABOUT THE AUTHOR

...view details