পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Pinaki Choudhuri Death: আলোর উৎসবের মাঝেই প্রয়াত জাতীয় পুরস্কার জয়ী পরিচালক - Pinaki Choudhuri Death

উৎসবের মাঝেই প্রয়াত কিংবদন্তি পরিচালক পিনাকী চৌধুরী (Pinaki Choudhuri) ৷ 2007 সালে 'বালিগঞ্জ কোর্ট' ছবির জন্য জাতীয় পুরস্কার জিতে নিয়েছিলেন এই স্রষ্টা ৷ দীর্ঘদিনের রোগভোগের পর 82 বছর বয়সে প্রয়াত হলেন তিনি ৷

Pinaki Choudhuri Death
আলোর উৎসবের মাঝেই প্রয়াত জাতীয় পুরস্কার জয়ী পরিচালক

By

Published : Oct 24, 2022, 2:48 PM IST

Updated : Oct 24, 2022, 3:15 PM IST

কলকাতা, 24 অক্টোবর:আলোর উৎসবের মাঝেই প্রয়াত কিংবদন্তি পরিচালক পিনাকী চৌধুরী (Pinaki Choudhuri) ৷ 2007 প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্য়ায়, সব্যসাচী চক্রবর্তী অভিনীত 'বালিগঞ্জ কোর্ট' ছবির জন্য জাতীয় পুরস্কার জিতে নিয়েছিলেন এই স্রষ্টা ৷ দীর্ঘ রোগভোগের পর সোমবার 82 বছর বয়সে প্রয়াত হলেন তিনি ৷ খবরটি সোশাল মিডিয়ার মাধ্যমে সকলকে জানিয়েছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় ৷ প্রয়াত পিনাকীবাবুর সঙ্গে পুরোনো দিনের একটি ছবি শেয়ার করে শোকবার্তা জ্ঞাপন করেছেন তিনি (Pinaki Choudhuri passes away)৷

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বেশ কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন তিনি ৷ এর জন্য হাসপাতালেও ভর্তি হতে হয় তাঁকে ৷ তবে আর লড়াই চালাতে পারলেন না এই কিংবদন্তি ৷ কার্ডিয়ো রেসপিটরি ফেলিওর এবং লিম্ফোমায় আক্রান্ত হয়েই মৃত্যু হয় পিনাকী চৌধুরীর ৷

রবিবার তাঁকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসেন পরিচালকের আত্মীয়রা ৷ আর কালীপুজোর দিনে অর্থাৎ সোমবার সকালে প্রয়াত হন তিনি ৷ তাঁর প্রতি শোকবার্তা জ্ঞাপন করে এদিন দীর্ঘ এক স্মৃতিচারণার শেষে ভাস্বর লেখেন," শান্তিতে বিশ্রাম করুন স্য়ার...আর কে কি করবে জানি না, তবে আমি আপনাকে আজীবন ভুলব না।"

পিনাকী চৌধুরীর পরিচালনায় হাতেখড়ি 1983 সালে ৷ প্রথম ছবির নাম ছিল 'চেনা অচেনা' ৷ এরপর 1996 সালে মুক্তি পায় তাঁর বিখ্যাত ছবি সংঘাত ৷ এই ছবি তাঁকে যথেষ্ট জনপ্রিয়তা এনে দেয় ৷ এই ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ থেকে তিনটি পুরস্কার ছিনিয়ে এনেছিলেন পিনাকী ৷ 2007 সালে ফের জাতীয় পুরস্কার পায় তাঁর বিখ্যাত ছবি 'বালিগঞ্জ কোর্ট' ৷

আরও পড়ুন:46তম জন্মদিন উদযাপনের ঝলক শেয়ার করলেন মল্লিকা

এছাড়া প্রচুর টেলিছবিরও পরিচালনা করেছেন এই কিংবদন্তি পরিচালক ৷ তাঁর প্রয়াণে তাই স্বাভাবিকভাবেই শোকাহত বিনোদন জগত ৷ পরিচালনার কাজ থেকে অবশ্য় বেশ কয়েক বছর আগেই কিছুটা দূরে সরে গিয়েছিলেন পিনাকী চৌধুরী ৷ তাঁর শেষ ছবি ছিল 'আরোহন' ৷ 2010 সালে মুক্তি পাওয়া এই ছবিটি বেশ প্রশংসা কুড়িয়েছিল সমালোচকদের ৷

Last Updated : Oct 24, 2022, 3:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details