কলকাতা, 24 অক্টোবর:আলোর উৎসবের মাঝেই প্রয়াত কিংবদন্তি পরিচালক পিনাকী চৌধুরী (Pinaki Choudhuri) ৷ 2007 প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্য়ায়, সব্যসাচী চক্রবর্তী অভিনীত 'বালিগঞ্জ কোর্ট' ছবির জন্য জাতীয় পুরস্কার জিতে নিয়েছিলেন এই স্রষ্টা ৷ দীর্ঘ রোগভোগের পর সোমবার 82 বছর বয়সে প্রয়াত হলেন তিনি ৷ খবরটি সোশাল মিডিয়ার মাধ্যমে সকলকে জানিয়েছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় ৷ প্রয়াত পিনাকীবাবুর সঙ্গে পুরোনো দিনের একটি ছবি শেয়ার করে শোকবার্তা জ্ঞাপন করেছেন তিনি (Pinaki Choudhuri passes away)৷
বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বেশ কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন তিনি ৷ এর জন্য হাসপাতালেও ভর্তি হতে হয় তাঁকে ৷ তবে আর লড়াই চালাতে পারলেন না এই কিংবদন্তি ৷ কার্ডিয়ো রেসপিটরি ফেলিওর এবং লিম্ফোমায় আক্রান্ত হয়েই মৃত্যু হয় পিনাকী চৌধুরীর ৷
রবিবার তাঁকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসেন পরিচালকের আত্মীয়রা ৷ আর কালীপুজোর দিনে অর্থাৎ সোমবার সকালে প্রয়াত হন তিনি ৷ তাঁর প্রতি শোকবার্তা জ্ঞাপন করে এদিন দীর্ঘ এক স্মৃতিচারণার শেষে ভাস্বর লেখেন," শান্তিতে বিশ্রাম করুন স্য়ার...আর কে কি করবে জানি না, তবে আমি আপনাকে আজীবন ভুলব না।"