কলকাতা, 25 ফেব্রুয়ারি: "একের পর এক ছবিতে নিজেকে ভাঙছেন শ্রাবন্তী", কথাটা 'কাবেরি অন্তর্ধান'-এর সময়েই বলেছিলেন কৌশিক গঙ্গোপাধ্য়ায় । এবার আরও একবার শ্রাবন্তীর সামনে বড় পরীক্ষা (New Challenge for Srabanti) । এবার দেবী চৌধুরানির চরিত্রে অভিনয় করবেন নায়িকা। শুভ্রজিৎ মিত্রর 'অভিযাত্রিক'-এর হাত ধরে বাংলায় জাতীয় পুরস্কার এসেছিল আগের বছর । আর এবার পরিচালক কাজ শুরু করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'দেবী চৌধুরানী' নিয়ে। এখানেই নাম ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে ।
জানা গিয়েছে ছবিতে ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই চরিত্র নিয়ে ইন্ডাস্ট্রির বুম্বাদা দারুণ এক্সাইটেড বলে জানালেন পরিচালক । এর আগেও 'দেবী চৌধুরানী' বড় পর্দায় হয়েছে। নাম ভূমিকায় ছিলেন মহানায়িকা সুচিত্রা সেন । অন্য চরিত্রে ছিলেন রঞ্জিত মল্লিক থেকে শুরু করে বসন্ত চৌধুরী মতো বড় নামজাদা অভিনেতারা। এবার আরও একবার বড় পর্দায় 'দেবী চৌধুরানী' । উল্লেখ্য, ছোটপর্দাতেও এসেছে 'দেবী চৌধুরানী'। তা হলে কেন আবারও তাঁকে নিয়ে ছবি?
ইটিভি ভারতের তরফে এই প্রশ্ন রাখা হলে পরিচালক বলেন, "প্রথমত আমি ইতিহাস নিয়ে বরাবরই চর্চা করি । তা ছাড়াও এর আরও একটা কারণ আছে ৷ মূলত তিনটে জিনিস নিয়ে আমার এই ছবি তৈরি হবে । এখানে সবথেকে বেশি প্রাধান্য পাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্কাইভাল রেকর্ডস । 1770 থেকে 1780 সাল পর্যন্ত বাংলা ছিয়াত্তরের মন্বন্তর দেখেছে । এই সময়েই আবার দেখেছে সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ । অর্থাৎ ইতিহাসের পাতায় পাতায় জায়গা করে নিয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম । সেই সংগ্রাম দমন করতে নাস্তানাবুদ হয়েছিলেন ওয়ারেন হেস্টিংস । এই বিদ্রোহ সম্বন্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে রেকর্ড পাওয়া যায় তাতে দেবী চৌধুরানি এবং ভবানী পাঠকের নাম আছে ।"