পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Brahmastra Movie Poster :আলিয়া-রণবীরের বিয়ের আবহে সামনে এল তাঁদের নতুন ছবির পোস্টার - আলিয়া রণবীরের বিয়ের আবহে সামনে এল তাঁদের নতুন ছবির পোস্টার

আলিয়া-রণবীরের বিয়ের আবহে এবার তাঁদের আসন্ন ছবি ব্রহ্মাস্ত্র-এর নতুন পোস্টার সামনে আনলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায় (Alia Ranbir New Film Brahmastra) ৷

Brahmastra Movie Poster
আলিয়া-রণবীরের বিয়ের আবহে সামনে এল তাঁদের নতুন ছবির পোস্টার

By

Published : Apr 11, 2022, 3:12 PM IST

মুম্বই, 11 এপ্রিল :আলিয়া ভাট-রণবীর কাপুর, বলিউডের এই তারকা জুটির বিবাহের খবর নিয়েই এখন উত্তাল সোশ্যাল মিডিয়া ৷ তৈরি হচ্ছে নানা ধরনের মিম, ভিডিয়ো রিল আরও কত কী ! এরই মাঝে এবার এই কপোত-কপোতীর আসন্ন ছবি 'ব্রহ্মাস্ত্র'-এর আরও একটি নতুন পোস্টার সামনে আনলেন পরিচালক অয়ন মুখোপাধ্য়ায় (Alia Ranbir New Film Brahmastra) ৷ পোস্টারের সঙ্গে ছবির অন্যতম নজর কাড়া গান 'কেশরিয়া'-র একটি ঝলকও রবিবার সামনে এনেছেন তিনি ৷

অয়ন তাঁর ইনস্টাগ্রামে অনুরাগীদের জন্য শুধু ছবির পোস্টারই শেয়ার করেননি, 'ব্রহ্মাস্ত্র, প্রথম অধ্য়ায় : শিব' নামটির অন্তর্নিহিত অর্থও ব্যাখ্যা করেছেন ৷ ক্যাপশনে তিনি লেখেন, "ভালবাসাই আলো! ব্রহ্মাস্ত্রের প্রথম অধ্যায়টিকে এখন আমরা শিব বলছি ৷ তবে দীর্ঘদিন ধরে এটা ছিল প্রথম অধ্যায়: প্রেম ৷ কারণ মূলে ব্রহ্মাস্ত্র প্রেমের শক্তির কথাই কথাই তুলে ধরে ৷ একটা এমন প্রেম, যা এই ছবির জগতের বাইরেও আগুনের মত ছড়িয়ে পড়বে ৷ আর তাই এটা আমাদের 'প্রেমের পোস্টার'৷

আরও পড়ুন : 'কেজিএফ-2'-এর সঙ্গে সম্মুখ সমর থেকে সরে দাঁড়াল শাহিদের 'জার্সি'

ছবির এই পোস্টারে দেখা যায় রণবীর এবং আলিয়ার একটি প্রেমময় অন্তরঙ্গ মুহূর্ত ৷ 'ব্রহ্মাস্ত্র' পর্দায় আসার কথা রয়েছে আগামী 9 সেপ্টেম্বর ৷ হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড় মোট পাঁচটি ভাষায় একসঙ্গে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবিতে রণবীরের সঙ্গেই দেখা যাবে অমিতাভ বচ্চন, মৌনি রায় এবং নাগার্জুনের মত মহাতারকাদেরও ৷ ছবিটি যৌথভাবে প্রযোজনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে ফক্স স্টার স্টুডিয়ো, ধর্ম প্রোডাকশন, প্রাইম ফোকাস এবং স্টারলাইট পিকচার্স ৷

ABOUT THE AUTHOR

...view details