পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Anik Dutta Hospitalized: ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে পরিচালক অনীক দত্ত - হাসপাতালে পরিচালক অনীক দত্ত

সিওপিডি সমস্যা নিয়ে সোমবার রাতে চিকিৎসক সুরঞ্জন মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে ভর্তি করা হয়েছে অনীক দত্তকে (Director Anik Dutta hospitalized with COPD problem) ৷ যদিও পরিচালকে শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলেই জানাচ্ছেন চিকিৎসকেরা ৷

Anik Dutta Hospitalized
পরিচালক অনীক দত্ত

By

Published : Jan 10, 2023, 3:58 PM IST

কলকাতা, 10 জানুয়ারি: ফুসফুসে সংক্রমণ, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে পরিচালক অনীক দত্ত ৷ ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউ-তে ভর্তি রয়েছেন 'অপরাজিত' পরিচালক (Director Anik Dutta hospitalized with COPD problem) ৷ সিওপিডি সমস্যা নিয়ে সোমবার রাতে চিকিৎসক সুরঞ্জন মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে ভর্তি করা হয় তাঁকে ৷ যদিও অনীক দত্তের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলেই জানাচ্ছেন চিকিৎসকেরা ৷

পরিবার সূত্রে খবর, পরিচালকের সিওপিডি-র সমস্যা বহুদিনের ৷ কিন্তু সম্প্রতি সেই সমস্যা মাথাচাড়া দিয়েছে ৷ গত রবিবার সিনেমার সমাবর্তন অনুষ্ঠানে হাজির ছিলেন অনীক দত্ত ৷ কিন্তু মঞ্চে ওঠানামার সময় অস্বস্তি অনুভব করেন তিনি ৷ পরিবারের সদস্যরা তাঁকে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানালেও তিনি শোনেননি ৷ সোমবার অবস্থা বাড়াবাড়ি হওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয় বিতর্কিত পরিচালককে ৷

পরিচালকের অসুস্থতায় তাঁর আসন্ন ছবি 'যত কাণ্ড কলকাতা' নিয়ে উঠে গেল বড়সড় প্রশ্নচিহ্ন ৷ আবির চট্টোপাধ্যায়, মধুমিতা সরকার, পরাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনীক দত্তর নয়া এই প্রজেক্ট চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা ৷

আরও পড়ুন:অস্কারের দৌড়ে 'দ্য কাশ্মীর ফাইলস', উচ্ছ্বসিত বিবেক

বাম মনোভাবাপন্ন পরিচালক অনীক দত্ত 'ভূতের ভবিষ্যৎ' ছবি দিয়ে 2012 আত্মপ্রকাশ করেন টলিউডে ৷ যা দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়েছিল ৷ পরবর্তীতে আশ্চর্য প্রদীপ, মেঘনাদবধ রহস্য, ভবিষ্যতের ভূত, বরুণবাুর বন্ধু বক্স অফিসে সাফল্য না-দিলেও অনীক দত্তকে পরিচালক হিসেবে ইন্ডাস্ট্রিতে আলাদা পরিচিতি দিয়েছে ৷ তবে সবকিছুকে ছাপিয়ে যায় তাঁর পরিচালনায় মুক্তিপ্রাপ্ত শেষ ছবি 'অপরাজিত' ৷

সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালি' নির্মাণের নেপথ্য কাহিনিকে পর্দায় এনে তাক লাগিয়ে দেন অনীক ৷ সত্যজিৎ রায়ের চরিত্রে জিতু কমলকে আবিষ্কার করেন তিনি ৷ কেবল দেশে নয়, বিদেশেও ব্যাপক প্রশংসা পায় 'অপরাজিত' ৷ স্বভাবতই তাঁর পরবর্তী প্রজেক্ট 'যত কাণ্ড কলকাতা' নিয়ে বাড়তি আগ্রহ দর্শকমহলে ৷

ABOUT THE AUTHOR

...view details